ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০০:১৯, ৫ ডিসেম্বর ২০১৭

নেত্রকোনায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ যৌতুকের জন্য সুমি আক্তার (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কোনা কালিহর (মাইজপাড়া) গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত সুমি আক্তার ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। জানা গেছে, প্রায় তিন বছর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোকাইল গ্রামের নূরুল ইসলামের মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন পূর্বধলার কোনা কালিহর (মাইজপাড়া) গ্রামের জুয়েল মিয়া। তাদের সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত সুমি আক্তারের পিতা ও ভাইয়ের বরাত দিয়ে পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দে জানান, বিয়ের পর থেকে জুয়েল মিয়া যৌতুকের জন্য সুমি আক্তারকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সোমবার সকালেও বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেয়ার জন্য সুমিকে চাপ দেয় জুয়েল। এতে সুমি অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে জুয়েল ও তার পরিবারের লোকজন সুমিকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় জুয়েলের বাড়ির ওঠান থেকে তার লাশ উদ্ধার করে। নিহত সুমির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যাÑ সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না বলে জানান ওসি। এ ঘটনায় নিহতের ভাই শাহীন মিয়া বাদী হয়ে সোমবার রাতে জুয়েল ও তার বাবাসহ পাঁচজনকে আসামী করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের কেউ গ্রেফতার হয়নি।
×