ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় উন্নয়ন প্রকল্প পরিচিতি বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশিত: ০০:১৮, ৫ ডিসেম্বর ২০১৭

গাইবান্ধায় উন্নয়ন প্রকল্প পরিচিতি বিষয়ক অবহিতকরণ সভা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ জুট টেক্সটাইল ও হালকা যন্ত্রাংশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প পরিচিতি বিষয়ক এক অবহিতকরণ সভা আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এই অবহিতকরণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউরোপিয়ান কমিশন ও প্রাকটিক্যাল একশন বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে। কুটির শিল্প এবং ছোট এন্টারপ্রাইজের কর্মী, উদ্যোক্তাদের দক্ষতা এবং কাজের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, ডিডিএলজি’র উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আরডিআরএস’র পোরশিয়া রহমান প্রমুখ। উত্তরাঞ্চলের রংপুরের কাউনিয়া, তারাগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা, গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, রৌমারী, ভুরঙ্গামারী এবং লালমনিরহাট জেলার আদিতমারী, হাতিবান্ধা ও সদর উপজেলার ৫৭টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষভাবে ১১ হাজার ৩শ’ জনের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া পরোক্ষভাবে উপকৃত হবে ৩৩ হাজার জনগোষ্ঠী। উল্লেখিত উপজেলা সমূহের ৫ হাজার ৮শ’ ৫০ জন ছোট ও মাঝারি পাট শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ি, পাটজাত পণ্যের খুচরা বিক্রেতাদের আয় বৃদ্ধি করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পাট প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এছাড়া ১শ’টি মেটাল ওয়ার্কশপে নতুন কৃষিজাত মেশিন অভিযোজন করা এবং ১ হাজার কারিগরের দক্ষতা বৃদ্ধি করা হবে।
×