ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সজল-তিশার টেলিফিল্ম ‘সেই তো আবার কাছে এলে’

প্রকাশিত: ০৩:৪২, ৫ ডিসেম্বর ২০১৭

সজল-তিশার টেলিফিল্ম ‘সেই তো আবার কাছে এলে’

স্টাফ রিপোর্টার ॥ ছোট পর্দার অভিনেতা শহিদ আলমগীর প্রথমবারের মতো পরিচালনার খাতায় নাম লেখালেন। জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল এবং সম্ভাবনাময় অভিনেত্রী তানজিন তিশাকে জুটি করে তিনি নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘সেই তো আবার কাছে এলে।’ সুম্ময় সুমনের রচনায় সজল তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শেলি আহসান, তন্দ্রা, তারিক স্বপন প্রমুখ। টেলিফিল্মটি আগামীকাল বুধবার বেলা ৩টা চ্যানেল আইতে প্রচার হবে। ‘সেই তো আবার কাছে এলে’ টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে দিপু সম্প্রতি ছ্যাঁকা খেয়েছে। তার প্রেমিকা ক্যামিলিয়া তাকে ছেড়ে ফ্লোরিডায় পাড়ি দিয়েছে এবং ওখানে বিয়ে করে সেটেলড হয়ে গেছে। দিপু সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যা করার। কিন্ত সাহসে কুলায় না। যেদিন সে ডিটারমাইন্ড যে হাতের রগ কেটে সুইসাইড করবে তখনই এক মেয়ের ফোন আসে। মেয়েটা দিপুকে তার প্রেমিক ভেবে কল করে। বলে, সে কমলাপুরে অপেক্ষা করছে দিপুর জন্য। দিপু তাকে বলে, এটা রং নাম্বার। মেয়েটা হুমকি দেয়, দিপু যদি তাকে রিসিভ করতে কমলাপুরে না আসে, সে আত্মহত্যা করবে। সে দৌড় দেয় কমলাপুরে। ওখানে মেয়েটা তাকে দেখে চমকে ওঠে। দিপুকে বলে, সে তো তার প্রেমিক মানিক চাঁনকে কল করেছিল, দিপু কে? তখন দিপু বিরক্ত হয়ে বলে মেয়েটা এতক্ষণ ভুল করে দিপুর নম্বরেই কল দিচ্ছিল! এরপর দিপু ফিরে আসতে চাইলে মেয়েটা, যার নাম রুশা, হাঁউমাউ করে কেঁদে ফেলে। জানায়, সে আসলে দিনাজপুর থেকে তার ফেসবুকে পরিচয় হওয়া বয়ফ্রেন্ড মানিক চাঁনকে খুঁজতে এসেছে। মানিক চাঁন কিছুদিন হলো তার সঙ্গে রাগ করে ফেসবুক প্রোফাইল ডি-এ্যাক্টিভ করে দিয়েছে। ফোনও বন্ধ। এখন দিপু কী এ ব্যাপারে রুশাকে কোন হেল্প করতে পারে? কী ধরনের হেল্প? রুশা দিপুর বাসায় কয়েক দিনের জন্য আশ্রয় চায় এবং দিপুর সাহায্য নিয়ে খুঁজে বের করতে চায় তার প্রাণপ্রিয় মানিক চাঁনকে। দিপু নিমরাজি হয় এবং তার পরেই ঘটতে থাকে মজার মজার ঘটনা এবং প্রেম! এমনই মখমলে এক প্রেমের আবহে নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের বিশেষ টেলিছবি ’সেই তো আবার কাছে এলে’! টেলিফিল্মটি প্রসঙ্গে পরিচালক শহিদ আলমগীর বলেন আমার বড় ভাই ইবনে হাসান খান আমাকে যে কঠিন এক দায়িত্ব দিয়েছেন, আমি আমার মেধা ও শ্রম দিয়ে যথাযথ চেষ্টা করেছি ভাল কিছু করার। আশা করি তার সম্মান রাখতে পেরেছি। আশা করি টেলিফিল্মটি দর্শক নন্দিত হবে। অভিনেতা সজল বলেন, টেলিফিল্মের গল্পটি চমৎকার। শহিদ আলমগীর ভাইয়ের আরও আগেই পরিচালনায় আসা উচিত ছিল। এতে দর্শকরা নতুন কিছু পাবে। অভিনেত্রী তানজিন তিশা বলেন, সত্যিই অনেক দিন পরে একটি ভাল কাজ করলাম। আশা করি এটি সবার কাছে ভাল লাগবে।
×