ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই সময়ে শ্রাবন্তী শ্রাবণ

প্রকাশিত: ০৩:৪১, ৫ ডিসেম্বর ২০১৭

এই সময়ে শ্রাবন্তী শ্রাবণ

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় অভিনয় শিল্পী শ্রাবন্তী শ্রাবণ। কাজ করছেন একাধিক নাটক টেলিফিল্মে। বিশেষ করে দীপু হাজরা পরিচালিত ‘রাইটার’ নামক একটি খন্ড- নাটকে অপূর্ব’র বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এটি তার অভিনীত প্রথম কোন টেলিভিশন নাটক। নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা। নাটকটি রচনা করেন আহসান হাবিব সকাল। অপূর্ব, শ্রাবন্তী ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন বাঁধন, গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ী, মোহনা, পার্থ নন্দী প্রমুখ। সম্প্রতি একটি ম্যাগাজিনের মডেল হিসেবে দেখা যায় তাকে। এর আগে ‘আরটিভি ডাবর ভার্টিকা ক্যাম্পাস স্টার ২০১৭’র একজন প্রতিযোগিতায় অংশ নিয়ে তার মেধা ও মননদ্বারা চতুর্থ স্থান দখল করে নেন। এরপর কিছুটা বিরতি নিয়ে নাটকে অভিনয় শুরু করেন তিনি। শ্রাবন্তীর বাবা শ্রদ্ধেয় সন্তোষ অধিকারী সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন। শ্রাবন্তীর জন্ম হয় তেঁতুলিয়ায়। যদিও তার গ্রামের বাড়ি যশোরে। ছোটবেলা থেকে শ্রাবন্তীর নাচ, গানের প্রতি ঝোঁক ছিল প্রবল। তালিমও নিয়েছেন বেশ কয়েক বছর। তিন বছর বয়সে মা লক্ষ্মী অধিকারী দিনাজপুর শিশু একাডেমিতে প্রথম নাচ ও গানে ভর্তি করান শ্রাবন্তীকে। ৭ম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে অভিনয় করে প্রশংসিত হন। উচ্চতর পড়াশোনার জন্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শ্রাবন্তী। কিন্তু এবার আর বসে থাকা নয়। অভিনয়কে শ্রাবন্তী এতটাই ভালবাসেন যে, শুরুতেই বাজিমাত করলেন। শুরুতেই তিনি অপূর্ব’র বিপরীতে অভিনয় করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে চেয়েছিলাম যে মিডিয়ায় আমার কাজের শুরুটা একজন অভিনেতার বিপরীতে করব যাতে সবাই মনে রাখে। সেই সঙ্গে পরিচালকও। দীপু হাজরা ভাই বর্তমানে একজন আলোচিত ও জনপ্রিয় পরিচালক। উনি আমাকে নির্বাচন করেছেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে নিজেকে কোন্ জায়গায় দেখতে চান শ্রাবন্তী? এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী শ্রাবণ বলেন, আমি চাই আমার পরিচয়ে আমি পরিচিত হই। আমাকে সবাই চিনুক, জানুক। তবে অবশ্যই একজন শিল্পী হিসেবে অভিনেত্রী হিসেবে নয় । আর পাশে দাঁড়াতে চাই হত দরিদ্র মানুষের পাশে। নিজ মেধা, প্রজ্ঞা এবং কাজের প্রতি ভালবাসা প্রদর্শনের মাধ্যমে শ্রাবন্তী এগিয়ে যাবে তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×