ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে প্রাণ গ্রুপের কাভার্ডভ্যান চালককে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৩:৩৮, ৪ ডিসেম্বর ২০১৭

ঈশ্বরদীতে প্রাণ গ্রুপের কাভার্ডভ্যান চালককে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ঈশ্বরদীর রূপপুরে গত ২৯ নভেম্বর চারজন সাংবাদিককে পিটিয়ে আহত করার রেশ কাটতে না কাটতেই এক কাভার্ড ভ্যান চালককে পিটিয়ে জখম করেছেন এক ছাত্রলীগ নেতা। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঈশ^রদীর আইকে রোডের সাকড়েগাড়ীতে প্রাণ গ্রুপের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে। আহত চালক আতাউর রহমান (৩৫) পাবনা সদরের জালালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। প্রাণ গ্রুপের ঈশ্বরদী কারখানার ম্যানেজার (এডমিন) হেলাল উদ্দিন জানান, প্রাণ গ্রুপের মালামাল বহনকারী একটি কাভার্ড ভ্যান কোম্পানীর গ্যারেজে নিচ্ছিল ড্রাইভার আতাউর রহমান। এ সময় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন ওই রাস্তা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন। কাভার্ড ভ্যানের ড্রাইভার তাকে সাইড না দেয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল থেকে নেমে ড্রাইভার আতাউর রহমানকে বেধড়ক কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন। আহত কাভার্ড ভ্যান চালক আতাউর রহমান কান্না জড়িত কন্ঠে জানান, ঈশ্বরদীতে রাস্তায় ওই নেতার মোটর সাইকেলকে সাইড দিতে দেরি হওয়ায় সে আমারে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেছেন। পরে আমাকে অফিসের লোকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভাই আমি এ ঘটনার বিচার চাই। প্রকাশ্যে ড্রাইভারকে মারপিটের সময় অর্ধশতাধিক স্থানীয় লোকজন জড়ো হয়ে ছাত্রলীগ নেতাকে ঘিরে ধরলে স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে যান। মামলার বিষয়ে প্রাণ গ্রুপের ম্যানেজার (এডমিন) হেলাল উদ্দিন জানান, তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে ঘটনাটি মিমাংসা করার জন্য ঈশ্বরদীর পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন সম্রাট দায়িত্ব নিয়েছেন, ফলে থানায় মামলা দায়ের করা হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে সুরহা না হলে অবশ্যই থানায় মামলা করা হবে। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানা কতৃপক্ষ তাকে মৌখিকভাবে অবহিত করেছেন। লিখিতভাবে অভিযোগ দিলেই প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×