ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পুলিশী বাধায় বিএনপির দু’গ্রুপের সভা পন্ড

প্রকাশিত: ০২:৪২, ৪ ডিসেম্বর ২০১৭

বাঁশখালীতে পুলিশী বাধায় বিএনপির দু’গ্রুপের  সভা পন্ড

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ জিয়া আরফানের্স ষ্ট্রাটের দূর্ণীতি মামলায় আদালত থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বিএনপি’র দু’গ্রুপের ডাকা সভা পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। উপজেলা বিএনপি’র ডাকে সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় পৃথক স্থানে দু’গ্রুপের প্রতিবাদ সমাবেশ শুরুর প্রাক্কালে বাঁশখালী থানা পুলিশ বাধা প্রদান করেন। এ সময় পুলিশের সাহসীকথায় কোন ধরনের সংঘাত না ঘটলেও উভয় গ্রুপের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা চলছিল। তবে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ এড়াতে পুলিশের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ না করার অনুরুধ করা হয়েছে দাবী ওসি আলমগীর হোসেনের। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে সোমবার বিকালে উপজেলা বিএনপি’র সভাপতি আলমগীর কবির চৌধুরী গ্রুপ পৌর সদরের গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল গ্রুপ মিয়ার বাজারস্থ মাঠে প্রতিবাদ সমাবেশে আয়োজন করেছিল। এ দিকে উপজেলা সভাপতির পক্ষে নেতৃত্ব রয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফর ইসলাম চৌধুরী অন্যদিকে অপর গ্রুপের নেতৃত্ব রয়েছে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম হোসাইনীসহ তৃণমূল পর্যায়ের বিএনপি’র সাংগঠনিক নেতা-কর্মীরা। এদিকে বিএনপি’র দু’গ্রুপ প্রতিবাদ সমাবেশ ডাক দিলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছিল। তবে সংঘর্ষ এড়াতে বাঁশখালী থানা পুলিশের সদস্যরা উভয় পক্ষের প্রতিবাদ সভা স্থলে গিয়ে সমাবেশ বন্ধ করে দেন। প্রতিবাদ সমাবেশ করতে না পারায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’গ্রুপের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা চলছিল।
×