ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির কোন কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না ॥ আইজিপি

প্রকাশিত: ০২:৩৩, ৪ ডিসেম্বর ২০১৭

বিএনপির কোন কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না ॥ আইজিপি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল শহরের পুলিশ লাইন সম্মুখে বিনোদনের জন্য নির্মাণ করা এসপি পার্ক উদ্বোধন করেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহিদুল হক। এ সময় তিনি বলেন, বিএনপির কোন কর্মসূচিতে পুলিশ বাধা প্রয়োগ করছে না। নির্বিঘেœ তারা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। সাগর-রুনি দম্পতির বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি র্যাব তদন্ত করছে। আশা করি এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীরা চিহ্নিত ও আটক হবে। এ সময় তিনি আরো বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় যথারীতি আইন অনুযায়ী বিচার হবে। সোমবার বিকালে এসপি পার্কের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন। নবনির্মিত এসপি পার্কের উদ্বোধন শেষে আইজিপি জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। এ সময় খন্দকার আব্দুল বাতেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, মনোয়ারা বেগম এমপি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, র্যাবের কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শেষে লেজার শো, আতজবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×