ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় ভূমি অফিসের কর্মচারীকে লাঞ্ছিত করায় মামলা

প্রকাশিত: ০১:১০, ৪ ডিসেম্বর ২০১৭

ভালুকায় ভূমি অফিসের কর্মচারীকে লাঞ্ছিত  করায় মামলা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় নামজারী ও জমা খারিজ নামুঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে হামলা, কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে (মামলা নং- ১০)। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চান্দরাটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মনিরুজ্জামান ভালুকা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ে নামজারী ও জমা খারিজের জন্য ১১৯৫/১৭-১৮ নং কেইচ মূলে আবেদন করেন। নামজারীর শুনানির ধার্যদিনে মনিরুজ্জামান অনুপস্থিত থাকায় নামজারীটি নামুঞ্জুর করা হয়। পরবর্তীতে গত ৩০ নভেম্বর নামজারীটি পুনঃবিবেচনার জন্য আবেদন করেন। আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার দুপুরে রওনক শিহাব রাব্বানী খাজার নেতৃত্বে নাহিদ, মনিরুজ্জামান, তপন, শামছুল হক, খুররম, রফিকুল ইসলাম, আনার, সালাউদ্দিন ও শফিকুল ইসলামসহ আরও অজ্ঞাত ৫ জনকে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ে ঢুকে ওই নামজারীর জন্য অকথ্য ভাষায় গালমন্দ শুরু করলে অফিসের কর্মচারী মুঞ্জুরুল ইসলাম ও আতাহারুল ইসলাম এর প্রতিবাদ করলে অফিসে হামলা করে এবং কর্মচারী দুজনকে মারধর ও লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দিয়ে যায়। এঘটনায় মুঞ্জুরুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে ভালুকা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে মোট ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সরকারী কর্মচারীকে মারধর ও অফিসে হামলার ঘটনায় উপজেলা তৃতীয় শ্রেনী সরকারী কর্মচারী সমিতির পক্ষ থেকে সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তৃতীয় শ্রেনীর কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারক লিপি দেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, এঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামি ধরার জন্য চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, ভূমি অফিসে হামলা ও মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং স্মারক লিপির প্রেক্ষিতে বিধিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
×