ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে ॥ অতিরিক্ত আইজিপি

প্রকাশিত: ০১:০১, ৪ ডিসেম্বর ২০১৭

জঙ্গীবাদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে ॥ অতিরিক্ত আইজিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশকে আরো বেশী সক্রিয় থাকার নিদের্শনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম। একইসঙ্গে তিনি রাজশাহী মহানগর পুলিশকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ জনগণের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে হয়রানির মুখোমুখি না হয় সে ব্যাপারে সতর্ক থেকে পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতরের কনফারেন্স রুমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমান, পিপিএম। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় আরএমপি বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নিদের্শনাও দেন। তিনি বলেন, জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া চলবে না।
×