ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০০:০৬, ৪ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কিছুদিনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে বেশ কিছু কোম্পানির দর বেড়েছিল। ফলে তারা এখন মুনাফা তুলে নিচ্ছেন। বিশেষ করে তালিকাভুক্ত ব্যাংকগুলোর দর বেশি বাড়ার কারণে বিনিয়োগকারীদের মুনাফা বেড়ে যায়। তাই ব্যাংকগুলোর দর বেশি কমছে। তবে বিপরীত ছিল টেলিকম খাতের কোম্পানি গ্রামীন ফোনের ক্ষেত্রে। দিনটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বহুজাতিক কোম্পানিটির। ফলে সূচকের বড় পতন ঘটেনি। একইভাবে আরও একটি বড় মূলধনী কোম্পানি স্কয়ার ফার্মার দর ও লেনদেন বেড়েছে। যেটিও সূচকের পতন ঠেকাতে ইতিবাচক ভূমিকা রেখেছে। সকালে সূচকের উর্ধগতিতে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের মুনাফা তোলার গতি বাড়তে থাকে। ফলে দিনশেষে সূচকের পতন ঘটে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বিডি থাই, এবি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, আমরা টেক, পেনিনসুলা চট্টগ্রাম, বিডিকম, ফরচুন সুজ, বিবিএস, ইয়াকিন পলিমার, এপেক্স ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফনিক্স ফাইনান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, জিবিবি পাওয়ার, আইসিবি ইসলামী ব্যাংক, শাইনপুকুর সিরামিক, হাক্কানী পাল্প, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইস্টার্ন কেবল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরএকে সিরামিক ও বিডিকম।
×