ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় সাংবাদিকের উপর হামলাকারি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০০:০৫, ৪ ডিসেম্বর ২০১৭

পাবনায় সাংবাদিকের উপর হামলাকারি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ঈশ্বদীর রূপপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে ৪ সাংবাদিক আহতের মামলার প্রধান আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সোমবার পাবনা প্রেসক্লাবের সামনের আব্দুল হামিদ সড়কে দুপুরে সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করে জানান গত ৫ দিনে এ মামলায় পুলিশ মূলআসামি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার না করে ৬ জনকে দেখানো হয়েছে। পুলিশ ভূমিমন্ত্রীর ছেলেকে বাঁচাতে এ গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে নেতৃবৃন্দ দাবি করেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিৎ নাগের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আখিনূর ইসলাম রেমন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক মির্জা আজাদ, সমকাল প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, দৈনিক সিনসা সম্পাদক মাহবুবুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার প্রধানমন্ত্রী রূপপুর আনবিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের প্রস্ততির সংবাদ পরিবেশন করতে গিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট বদিউল আলম বুদুর প্রচার গাড়ি ভাংচুরকালে ৪ সাংবাদিক ছবি তুলতে যায়। এ সময় ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করে।
×