ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০০:০৩, ৪ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি থানা পুলিশ সোমবার ভোর রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শেষে স্ত্রী হত্যা মামলার আসামী মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সোমবার ঝালকাঠি থানায় স্ত্রী ছুরাইয়া ইয়াসমিনকে হত্যার দায়ে মামলা দায়ের হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম হিমু তার স্ত্রী সুরাইয়া ইয়াসমিনকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করে এবং নিজেও আত্মহত্যার ভান করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনায় একই এলাকার বাসিন্দা সুরাইয়া ইয়াসমিনের বাবা আসলাম ফরাজী মাইনুল ইসলাম হিমুর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদে শ্বাসরোধ করে হত্যার দায়ে সে স্বীকার করেছে। ২ বছর পূর্বে প্রেম প্রণয়ের মধ্য দিয়ে সুরাইয়া ইয়াসমিনকে মাইনুল ইসলাম হিমু বিয়ে করে কিন্তু মাইনুল ইসলাম বেকার থাকায় প্রায়সই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি হতো। ঘটনার দিন অনুরুপ ঝগড়াঝাটির সময় মাইনুল ইসলাম হিমু উত্তেজিত হয়ে স্ত্রীর গলা টিপে হত্যা করে।
×