ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে সরকারি গেজেটের ছুটির দিনে কলেজে পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:১৮, ৪ ডিসেম্বর ২০১৭

শাহজাদপুরে সরকারি গেজেটের ছুটির দিনে কলেজে পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর(সিরাজগঞ্জ) ॥ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও সিরাজগঞ্জের শাহজাদপুর মহিলা কলেজে একাদশ শ্রেণীর ইংরেজি ১ম পত্রের টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবি উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্বেও ওই দিন শাহজাদপুর মহিলা কলেজে পরীক্ষা নেয়ায় অভিবাবক ও শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এনিয়ে ঐদিন শাহজাদপুরের বিভিন্ন এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়। একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সরকার ছুটি থাকার কারনে দেশের সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঐ অধ্যক্ষ রুহুল আমিন ছুটির বিধি না মেনে পরীক্ষা নেয়ায় কেউ কেউ এটিকে ধর্মীয় অবজ্ঞা ও রাষ্ট্রীয় আইন উপেক্ষা বলে মনে করছেন। এ ব্যপারে অধ্যক্ষ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুর্ব নির্ধারিত পরীক্ষার সূচি থাকায় আমি এদিন পরীক্ষা নিয়েছি, এতে সরকারি ছুটি লংঘন করার মতো কোন অপরাধ আমি করিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের কয়েকজন শিক্ষক বলেন, আমরা ইচ্ছার বিরুদ্ধে অধ্যক্ষের চাপের মুখে পরীক্ষা নিতে বাধ্য হয়েছি। এ ব্যপারে শিক্ষা অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
×