ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা বাজারে গার্ডার ব্রিজের কাজ শেষ হলেও হয়নি সংযোগ সড়ক নির্মাণ

প্রকাশিত: ২৩:১৬, ৪ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধা বাজারে গার্ডার ব্রিজের কাজ শেষ হলেও হয়নি সংযোগ সড়ক নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘদিন পরও সংযোগ সড়ক নির্মাণ করায় মানুষকে চরম ঝুঁকি নিয়ে পুরনো জীর্ণদশার আয়রণ ব্রিজ পেরিয়ে চলাচল করতে হচ্ছে। লালুয়ার মুক্তিযোদ্ধা বাজার ও বালিয়াতলী ইউনিয়নের সংযোগ স্থাপন হয়েছে এই ব্রিজের কারণে। কিন্তু ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সেতুর অভাবে জনগণের ভোগান্তি লাঘব হয়নি। বর্তমানে ভাঙ্গা পুরনো আয়রণ ব্রিজটি ব্যবহারে বাধ্য হওয়া মানুষ হোন্ডা, ভ্যান কিংবা টমটম অটোতে চলাচল করতে পারছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি আন্ধারমানিকের সংযোগ বানাতি থেকে ঢোস পর্যন্ত শাখা নদীর ওপর এ ব্রিজটি নির্মাণ করে। ২০১৫-২০১৬ অর্থ বছরে তিন কোটি নয় লাখ ৩৪ হাজার ৭৬২ টাকা ব্যয়-বরাদ্দে ৭২ মিটার দীর্ঘ এবং ফুটপাথসহ সাত দশমিক ৩২ মিটার প্রস্থ গার্ডার ব্রিজটি নির্মাণ করেন পটুয়াখালীর মেসার্স মহিউদ্দীন আহমেদ। ২০১৬ সালের জানুয়ারিতে কার্যাদেশ দেয়া হয়। ব্রিজের কাজ শুর করলে সংযোগ সড়কে কার্পেটিং সড়কের বদলে হেরিংবন্ড সড়ক অন্তর্ভূক্ত করায় বরাদ্দ কমে তিন কোটি চার লাখ ১৯ হাজার ৬৫২ টাকা করা হয়। এনিয়ে জটিলতায় ব্রিজের কাজ শেষ করার পরও দীর্ঘ দিনেও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পুরনো চরম ঝূঁকিপূর্ন আয়রন ব্রিজ ব্যবহার করছেন। প্রায় সময় দুর্ঘটনার শিকার হন মানুষ। কলাপাড়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, ৩০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ করার সময় রয়েছে। যথা সময়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ করে এটি জনসাধারনরে জন্য খুলে দেয়া হবে।
×