ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান ও ইরানের সঙ্গে ব্যবসার পরিকল্পনা ভারতের

প্রকাশিত: ১৮:৫৩, ৪ ডিসেম্বর ২০১৭

আফগানিস্তান ও ইরানের সঙ্গে ব্যবসার পরিকল্পনা ভারতের

অনলাইন ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। সেই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার লক্ষ্য রয়েছে ভারতের। তবে সম্পর্কের মাঝে প্রধান বাধা ছিল পাকিস্তান। কারণ তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে দেয়নি ইসলামাবাদ। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ইরানের চাবাহার বন্দরকে করিডর হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুসারে কাজও শুরু হয়। অবশেষে রবিবার সম্প্রসারিত সেই বন্দরের উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। মূলত গতবছর মে মাসে চাবাহার বন্দরকে করিডর হিসেবে ব্যবহার করার জন্য ত্রিপাক্ষিক চুক্তি করে ভারত। তাতে স্বাক্ষর করেছিলেন নরেন্দ্র মোদি, আসরাফ গনি ও হাসান রৌহানি। এবার এই বন্দর খুলে যাওয়ার ফলে চীনা বিনিয়োগে পাকিস্তান থেকে ৮০ কিলোমিটার দূরে চীনের বিনিয়োগে তৈরি হওয়া গ্বদার বন্দরও চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। প্রায় ২ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই বন্দরটি।
×