ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ১৭:৫৪, ৪ ডিসেম্বর ২০১৭

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক ॥ শিক্ষকদের সঙ্গে ‘অসদাচরণ’ ও আনসার সদস্যকে মারধরের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার জানানো হয়, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলাকালে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও আনসার সদস্যকে মারধর করেন চার শিক্ষার্থী। “চলমান ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ধাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তাদের আগামী সাত দিনের মধ্যে অভিভাবকদের মাধ্যমে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।” চার শিক্ষার্থী হলেন - ফার্মেসি বিভাগের ছাত্র মোহাইমিনুল ইসলাম নুহাশ, কৃষি বিভাগের খাইরুল বাশার বিপ্লব, আব্দুর রাকিব ও অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম নাইম।
×