ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ০০:১০, ২৫ নভেম্বর ২০১৭

বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আমরা এজন্য গর্বিত। আমাদের উন্নত শির যেন কোনদিন পরাভুত না হয় সেদিকে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকবে, এর মধ্যে দিয়ে বাঙ্গালি জাতি এগিয়ে যাবে এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা। শনিবার সকালে জেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী অনুযায়ী সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উৎসবমূখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অর্ন্তভূক্তি বিশ্ব প্রামান্য দলিল হিসাবে স্বীকৃতি পাওয়ায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে মানুষের ঢল নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, অধ্যাপক ডা. রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি (চারঘাট সার্কেল) রফিকুল আলম,উপাধ্যক্ষ সাহাজ উদ্দিন প্রমূখ। বিকেলে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি মাঠে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
×