ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব স্বীকৃতিতে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা

প্রকাশিত: ২৩:২৫, ২৫ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব স্বীকৃতিতে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা

হবিহঞ্জ: নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বিশ্ব প্রামান্য ঐতিয্যের অসামান্য অর্জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কন্ঠের সেই এতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক আন্তজার্তিক স্বীকৃতি পাওয়ায় হবিগঞ্জে হাজার হাজার নর-নারী রাজপথে ব্যাপক আনন্দ-উল্লাসে মেতে উঠে। আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এই ‘আনন্দ উৎসব শোভাযাত্রা’র অংশ হিসেবে সকাল ১০ টায় এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, আওয়ামীলীগ নেতা শহীদ চৌধুরী এবং ৭১’এর বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নের্তৃত্বে হবিগঞ্জ শহরের রাজপথে জেলা ও পুলিশ প্রশাসনের সরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা-উপজেলা থেকে জনপ্রতিনিধিরা র্যালীতে অংশ নেয়। এদিকে এই র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থিত নিমতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে হাজার হাজার মানুষের উদ্যেশ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বাগেরহাট: স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মোমেরিজ অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভুক্তি হওয়ায় বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বিশাল আনন্দ র্যালী হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামুন উল হাসান, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিএস ডা: অরুন মন্ডল-সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। বরিশাল: স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমরি অব দা ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর স্থায়ী মুর্যালে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানোর পর নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচীর শুরুতে বঙ্গবন্ধুর মুর্যালে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। এরপর বেলুন উড়িয়ে একটি শোভাযাত্রার সূচনার পর নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। একইদিন জেলার সদর উপজেলাসহ গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গোপালগঞ্জ: নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সম্মুখ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর-পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। আনন্দ শোভাযাত্রা পরিণত হয় জনসমুদ্রে। পরে পৌর-পার্কে জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধূরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মাহাবুব আলী খান, পৌর-মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদোজা বদর সহ অনেকে। এছাড়াও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় একইভাবে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কেশবপুর: নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ’বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি অর্জন’ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেশবপুরের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উক্ত কথা বলেন। কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করতে ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ উপজেলা পাবলিক মাঠে জড়ো হতে থাকে। দশটা বাজার আগেই গোটা কেশবপুর শহর জনসমুদ্রে পরিনত হয়। বিশাল জনতার এই আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী ইসমাম আরা সাদেক। এতো বড় শোভাযাত্রা কেশবপুরে এই প্রথম বলে অনেকেই মন্তব্য করেছেন। পাবলিক ময়দান থেকে বের হয়ে হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতার আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । আনন্দ শোভাযাত্রা বের হবার আগে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) করীর হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর: নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ৭ মার্চের ঐতিহাসিক ভাষণনকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করায় শেরপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং সেখান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নুর, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, কৃষি বিভাগের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, চেম্বার সভাপতি মোঃ মাসুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী। জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত লিমার সঞ্চালনায় ওই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-প্রতিনিধিগণসহ স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। নড়াইল: নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ”বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” স্বীকৃতি লাভ করায় নড়াইলে আনন্দ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন নড়াইলে আয়োজনে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়াম থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা মঞ্চে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চেীধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য প্রদান করেন। ভালুকা: নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় ভালুকায় শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রাটি স্থানীয় স্মৃতি সৌধ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর আগে স্মৃতি সৌধ পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দীপায়ন দাস শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ এমপি। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিমউদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি শাহ আশরাফুল হক জর্জ। লালপুর: সংবাদদাতা, লালপুর ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি গোলালপুর বাজার, রেল গেট সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাবেত হয়। সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানার ওসি আবু ওবায়েদ, মুক্তিযোদ্ধা মাজদার রহমান, আব্দুর রাজ্জাক, প্রমুখ । এছাড়া আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী, নাটোর জেলা পরিষদ এর সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×