ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭ মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতিতে দেশের বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ২১:২৮, ২৫ নভেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতিতে দেশের বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা

নীলফামারী : স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় নীলফামারীতে আনন্দ শোভাযাত্রাটি জনসমুদ্রে পরিনত হয়। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে এই আনন্দ শোভাযাত্রায় সকলস্থর মানুষজন জয়বাংলা শ্লোগানে অংশ নেন। জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভা যাত্রাটি আজ শনিবার সকাল ১০টায় শহরের বড়মাঠ থেকে জেলা প্রশাসন. পুলিশ প্রশাসন, সহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় লক্ষাধিক মানুষজন এতে অংশ নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রায় দুই ঘন্টা পর পুনরায় বড়মাঠে ফিরে আসে। নীলফামারীর আনন্দশোভা যাত্রায় মানুষের ঢল দেখে অনেককে মন্তব্য করতে শোনা যায় নীলফামারীর ইতিহাসে এমন শোভা যাত্রা এটিই প্রথম। শোভাযাত্রায় অনেক শিক্ষাথীকে বঙ্গবন্ধুর মডেল ধারন করতে দেখা গেছে। এ ছাড়া অনেকে মুক্তিযোদ্ধাও সেজে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় গরু গাড়ীর ঘোড়াগাড়ীও রাখা হয়। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে জেলা শহরের পাশাপাশি জেলার ডোমার,ডিমলা,জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা প্রশাসানের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের কর হয় বলে খবর পাওয়া গেছে। কলাপাড়া : নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের বিশ^ স্বীকৃতির উৎসবে ভাসছে সারা দেশ। বাইরে থাকেনি সাগরপারের জনপদ কলাপাড়া। এ উপলক্ষ্যে স্মরণকালের দীর্ঘ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয় শনিবার। সকাল ১০টায় উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে দীর্ঘ এ শোভাযাত্রার সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। দিবসটি উদযাপনে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, রচনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষীপুর: নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কে ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য বা মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, বঙ্গন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র্যা লী ও আলোচনা সভা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন, জেলা প্রশাসক হুমায়রা বেগম এর নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মো. আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ প্রমুখ। সকাল ১০টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি, আ’লীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থী-শিক্ষার্থী, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহনে রং বেরং-এর ব্যানার পেস্টুন হাতে নিয়ে বিশাল একটি বিশাল বর্ণাঢ্য র্যা লী শহরের উত্তর তেমুহানী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উল্লেখ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ-এ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর এ সিদ্ধান্ত ঘোষণা করেন। ঠাকুরগাঁও : নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় শনিবার দিনের শুরুতে ঠাকুরগাঁওয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরের জাতির পিতা মূর্যাালে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এ সময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। মাগুরা : নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ জাতির পিতা বঙ্গু বন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন ইউনিস্কোর মেমোরি অফ দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারএ অন্তভুক্তি মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ইতিহ্যের স্বীকৃতি লাভে আজ শনিবার সকাল ১০ টায় মাগুরায় বর্ণাঢ্য আনন্দ সোভাযাত্রা বের করা হয় । শহরের নোমানী ময়দান থেকে সোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সোভাযাত্রায় জেলা প্রশাসক আতিকুর রহমান , পুলিশ সুপার মুনিবুর রহমান , জেলা পরিষদ চেয়ারম্যন পংকজ কুমার কুন্ডুসহ জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন , বিভিন্ন সরকারী দপ্তর , আনসার ভিডিপি , বিভিন্ন ব্যাংক , বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজছাত্রীছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন । নরসিংদী: স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ সারা দেশের ন্যায় আজ শনিবার নরসিংদীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । সরকারী চাকরিজীবি সহ জেলার সকল শ্রেনী পেশার মানুষ এ আনন্দ শোবাযাত্রায় অংশ নেয় ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন বিশ্ব ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষা বিঞ্জান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় নরসিংদীতে জেলা ও উপজেলা পর্যায়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১০টায় মোসলেহ উদ্দীন ভুইয়া ষ্টেডিয়াম নরসিংদীতে বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা নিয়ে আসা মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা কর্মচারী, শিশু কিশোর ক্রীড়াবিদ সাংকৃতিক সংগঠন, স্কাউট ও রোভার, পুলিশ, ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়ার পর জেলা প্রশাসক ড, সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত আমেনা বেগম বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বক্তব্য রাখেন। উলে¬খ্য ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের স্বর্নাক্ষরে লেখা অবিস্মরনীয় গৌরবের এক অনন্য দিন । অনুরুপ কর্মসুচি নরসিংদীর পলাশ,শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ: স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাসন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় স্থানীয় সার্কিট হাউস মাঠে শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও হাজারো কন্ঠে জাতীয় সঙ্গীতসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে ময়মনসিংহে। ময়মনসিংহ জেলা প্রশাসনের এই উদ্যোগে যোগ দেয় আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা জনতাসহ নানা শ্রেনী পেশার মানুষ। বর্ণাঢ্য র্যা লীটি সার্কিট হাউস মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বেগম ফাতেমা জহুরা রানী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন আয়োজনে যুক্ত হতে পেরে খূশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ। শনিবারের এই আয়োজনকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাঁশখালী: নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ স্বাধীনতার ৪৬ বছর পর ইউনেসকো ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছে। স্বীকৃতি প্রদান করায় বাঙ্গালী জাতির অর্জনে এই বিজয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সর্বস্থরের জনসাধারণ উল্লাসে ভাসছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্থরের সাধারণ জনগণ স্বতস্পূর্তভাবে ব্যান্ড পার্টি সহকারে ডাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য র্যা লী বের করেছে। তাছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং থানা পুলিশ এর সদস্যরাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যক্তিরা প্লেষ্টুন, ব্যানার ও ডিসপ্লে কার্ড প্রদর্শন করে ব্যান্ড পার্টি সহকারে প্রধান সড়ক মাতিয়ে তোলেন। বর্ণাঢ্য র্যা লীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম, পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধের অর্থ কমান্ডার আবদু রাজ্জাক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ সর্বস্থরের সাধারণ জনগণ। তাছাড়া পৌর সদরে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঝিনাইদহ : নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপন উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে শহরের প্রেরনা ৭১’এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন আব্দুল হাই এমপি, তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি, জেলা প্রশাসক মো: জাকির হোসেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিমমিন্টু সহ বিভিন্ন সরকারি, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এর আগে পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উজির আলী স্কুল মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সেখানে সমাবেশে জাতীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়। মুন্সীগঞ্জ: স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে স্মরণকালের বড় এই শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধ বিষয়ক চলচিত্র ওরা ১১ জন পদর্শন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওর্য়াল্ড রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জণকে উদযাপনের জন্য জেলা প্রশাসন এ আয়োজন করে। এতে প্রধান অতিথির ভাষণ দেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ-জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. জামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসাদের সাবেক কমান্ডার এম এ কাদের মোল্লা, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি প্রমুখ। সীতাকুন্ড: নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোয়“মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”এ অর্ন্তভ’ক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্যর স্বীকৃতি লাভ করায় সীতাকুন্ড উপজেলা প্রশাসনের“আনন্দ শোভাযাত্রা”অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মো.কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকু- সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.ইসহাক,সীতাকুন্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম,ইউপি চেয়ারম্যান যথাক্রমে বারৈয়াঢালা রেহান উদ্দিন রেহান,সৈয়দপুর তাজুল ইসলাম নিজামী,মুরাদপুর জাহেদ হোসেন নিজামী,কুমিরা মোরশেদ চৌধুরী,সোনাইছড়ি মো.মনির আহাম্মদ,ভাটিয়ারী নাজিম উদ্দিন,সলিমপুর সালাউদ্দিন আজিজ,উপজেলা মাধ্যামিক শিক্ষা মোহাম্মদ মামুন,যুব উন্নয়ন মো.শাহ আলম,মৎস্য সেলিম রেজা,নির্বাচন পরান্টু চাকমা,শিক্ষক নেতা হাবিবুল্লা ও মো.আবু বক্করসহ উপজেলার সরকারি প্রতিষ্ঠানের প্রধানগন,স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। র্যালি শেষে উপজেলা প্রঙ্গণে বঙ্গবন্ধু‘র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাংসদ দিদারুল আলমসহ নেতৃবৃন্দ। পাবনা: সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে ভাঙ্গুড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজজামানের নের্তৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উপলক্ষে শহরের ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি সকল প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজ এবং বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসনাইন, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, নারী সদস্য গুলসান-আরা লিপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। শোভাযাত্রা শেষে সাড়ে ১১টার সময় হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমতলী: নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার”এর অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রাটি আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়। শোভাযাত্রাটি আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে পৌরসভার সামনে শেষে হয়। এ শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে পৌরসভার সামনের পথ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। এ পথসভায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন, মোঃ শহিদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ ও চাওড়া ইউপি আ’লীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন প্রমুখ। গাইবান্ধা: নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের’’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারাদেশের ন্যায় শনিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা, কুইজ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গাইবান্ধা জেলা প্রশাসন এই কর্মসূচীর আয়োজন করে। সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মাধ্যমে বিশাল একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। পরে স্বাধীনতা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জামালপুর: নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, এ উপলক্ষে সকাল দশটায় জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মেলামাঠে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বাংলাদেশ স্কাউটস, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক এ শোভাযাত্রায় অংশ নেন। পরে বৈশাখী মেলা মাঠে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই শিশু নিকিতা আউয়াল আনসারী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনায়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আসাদুজ্জামান বাবু। এর আগে মুক্তমঞ্চের পাশে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে চিত্রাঙ্কন, জ্ঞান জিজ্ঞাসা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ফেনী: নিজস্ব সংবাদদাতা ফেনী ॥ ২৫ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “ মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এর অন্তুক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্যে স্বীকৃতি লাভ করায় শনিবার সকালে ফেনীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা ফেনী ফেনী জেলা প্রশাসকের কাযালয় থেকে শোভাযাত্রা শুরু করে মিজান রোড, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ হয়ে শহীদ মিনারে এস শেষ হয়্। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কারাগার বিভাগ, বিভিন্ন স্কুল, কলেজ ,মাদ্রাসা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ব্যানার প্লে­কাড বঙ্গবন্ধুর প্রতিকৃতি , বাদক দল, ঘোড়ার গাড়ী ও গাড়ীতে বঙ্গবন্ধুর ৭ মাচের ভাষন প্রচার করতে থাকা অবস্থায় শোভাযাত্র শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জেলা প্রশাসকের কাযালয়ের সামনে হাজির হতে থাকে। শোভাযাত্রা উপলক্ষে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের ফাষ্ট ইয়ার হাফ ইয়ারলি বিজ্ঞান ও কর্মাস বিভাগের শনিবারের নির্ধারিত পরীক্ষা বাতিল করে আগামী ২৮ নভেম্বর নির্ধারন করেছে কলেজ কতৃপক্ষ। এছাড়া শোভাযাত্র শেষে জেলা পরিষদ মিলনায়তনে শিশুদের জন্য ৭ র্মাচ ভাষনের উপর কুইজ, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ৭ মার্র্চের ভাষন প্রচার করা হয়। রাঙ্গামাটি: নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অবদ্য ওয়ার্ল্ড ইণ্টারন্যাশনাল রেজিস্টারএ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি লাভ করায় রাঙ্গামাটিতে জেলা প্রশাসক, জেলা জজ ও জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আনন্দ শোভা র্যালী বের করা হয়েছে। পৃথক এই আনন্দ শোভা যাত্রায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ , ও জেলা প্রশাসনের কর্মকর্তারা নেতৃত্ব দেন। শনিবার সকাল ১০টায় শহরের প্রবেশ মুখে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে একটি বর্নঢ্য র্যালী বের করা হয়েছ্। বিশাল এই র্যালীটি শহরের প্রধান সড়ক বেয়ে এসে জেলা শিল্পকলা একাডেমী প্রঙ্গনে গিয়ে শেষ হয়েছে।এর পর সেখানে একটি আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল ও জেলা আওয়ামী লীগ সভাপতি দিপংকর তালুকদার সেখানে বক্তব্য দেন। অনুরূপ ভাবে জেলা আওয়ামী লীগএর পক্ষ থেকে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভা মিছিল বের করা হয়েছে। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়েছে। পরে সখোনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর , সহ সভাপতি চিংকিউ রোয়াজা , পৌর সভাপতি সোলাইমান চৌধুরী, সন্তোষ চাকমা প্রমুখ বক্তব্য দেন।
×