ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের দখলে শ্রম বাজার ॥ স্থানীয় শ্রমিকরা বেকার

প্রকাশিত: ২০:৪৩, ২৫ নভেম্বর ২০১৭

রোহিঙ্গাদের দখলে শ্রম বাজার ॥ স্থানীয় শ্রমিকরা বেকার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের তিনমাস পার হচ্ছে আজ রবিবার। গত ২৬আগস্ট থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। মিয়ানমারে সেনা বাহিনী ও রাখাইন যুবকদের নির্মম অত্যাচার, হত্যা ও ধর্ষণ শুরু হলে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে এসে জড়ো হয়। সরকার ওই রোহিঙ্গাদের প্রাণ রক্ষার্থে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়ার বন্দোবস্ত করে। এরপর থেকে অন্তত ১০লাখ রোহিঙ্গা টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়িতে এসে আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য সরকার টেকনাফ ও উখিয়ায় ১২টি স্থান ঠিক করে আশ্রয় দিয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে, যাতে তারা অন্য কোথাও ছড়িয়ে যেতে না পারে। তবুও কিছু রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে নির্ধারিত জায়গায় রাখতে চেষ্টা চালানো হচ্ছে। শ্রম বাজার রোহিঙ্গাদের দখলে । নিয়মিত ত্রাণ সামগ্রী পাওয়া সত্বেও রোহিঙ্গারা আসতে না আসতেই কম দামে শ্রমে নেমে পড়েছে। শত শত রোহিঙ্গা ঠিকাদারের অধীনে সহ যাতীয় দিনমজুরি করে চলছে। এদের গলায় ছবিযুক্ত রোহিঙ্গার পরিচয়পত্র ঝুলানো থাকলেও কমদামে কাজ করিয়ে সিংহভাগ টাকা আত্মসাত করা সহজ বলেই ঠিকাদাররা রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছে। হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ নেতা মো: রফিক, মৎস্য ও কাঁকড়া ব্যবসায়ী জাফর আলম ও ইউনুস জানান, রোহিঙ্গাদের কারণে স্থানীয় শ্রমিকরা কাজ পাচ্ছেনা। অথচ রোহিঙ্গারা সকল প্রকার সুযোগ-সুবিধা পাওয়া সত্বেও কম দামে শ্রম বাজারে নেমে পড়েছে। বিনা বাধায় তারা কাজ করে যাচ্ছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করার কারণে এমনিতেই স্থানীয় বাসিন্দাদের জীবন যাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। তরিতরকারীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। উপরন্ত রোহিঙ্গারা কম দামে শ্রম বাজারে নেমে পড়ায় স্থানীয় শ্রমিকরা বেকার হয়ে পড়ছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ হোসেন সিদ্দিক বলেন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে লোকালয়ে কাজ করা বেআইনী। এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
×