ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্থিক পর্যবেক্ষণ সংস্থার নতুন প্রধান নিয়োগ দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:১৬, ২৫ নভেম্বর ২০১৭

আর্থিক পর্যবেক্ষণ সংস্থার নতুন প্রধান নিয়োগ দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আর্থিক পর্যবেক্ষণ সংস্থার নতুন প্রধান হিসেবে হোয়াইট হাউসের বাজেট পরিচালক মাইক মুলভানিকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াটাই হাউসের এক বিবৃতির বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একজন স্থায়ী প্রধানের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত মুলভানি ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কাজ করবেন। তিনি ২০১৪ সালে এক সাক্ষাৎকারে কনজ্যুমার ফিন্যান্সিয়াল ব্যুরোকে (সিএফপিবি) একটি 'দূর্বল’ সংস্থা' হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প আর্থিক সংকট মোকাবেলায় দেশের আর্থিক বিধিমালার সমালোচনা করে আসছেন। সিএফপিবি’র প্রথম পরিচালক রিচার্ড কর্দ্রে গত সপ্তাহে জানান, তিনি এ মাসের শেষের দিকে পদত্যাগ করবেন। এ পদে তার মেয়াদ আরো কয়েক মাস বাকি থাকতেই তিনি এ ঘোষণা দেন।
×