ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ নভেম্বর ২০১৭

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ

অনলাইন ডেস্ক ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ফারুক মিয়া (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৬ মেইন পিলারের ৫ নং সাব পিলার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত ফারুক একই উপজেলার সীমান্তবর্তী লক্ষণছড়া গ্রামের জুলফু মিয়ার ছেলে। স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানা গেছে, গতকাল ফারুক ১২৬৬ মেইন পিলার সংলগ্ন ৫ নং সাব পিলারের সংলগ্ন এলাকায় জ্বালানির জন্য কাঠ সংগ্রহে যায়। একপর্যায়ে সীমান্তের ওপাশ থেকে আসা গুলিতে নিহত হন ফারুক। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সোনারহাট সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হুমায়ন রশিদ জানান, সীমান্ত এলাকায় জ্বালানির জন্য কাঠ সংগ্রহে গেলে ওই যুবক গুলিবিদ্ধ হন। সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গুলিব্ধি হয়ে ফারুকের নিহতের খবর পেয়েছে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
×