ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মিথের সেঞ্চুরি

প্রকাশিত: ১৭:৪২, ২৫ নভেম্বর ২০১৭

স্মিথের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক ॥ ৫৯ রানে তৃতীয় উইকেটের পতনের পর পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে জুটি বড় করার চেষ্টা করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু সেটা বেশি দূর আগায়নি। হ্যান্ডসকম্ব দলীয় ৭৬ রানের মাথায় সাজঘরে ফেরেন। এরপর শন মার্শকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেন। স্মিথ ৬৪ ও মার্শ ৪৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। কিন্তু আজ তৃতীয় দিনে নতুন বলে ইংল্যান্ডের বোলারর চাপ তৈরি করেন। দ্রুত তিনজন সঙ্গীকে হারান স্মিথ। ১৭৫ রানের মাথায় ব্যক্তিগত ৫১ রানে শন মার্শ ফিরে যান। ২০২ রানে অভিষিক্ত টিম পেইন (১৩) ও ২০৯ রানের মাথায় মিশেল স্টার্ক (৬) ফিরে যান। সঙ্গী হারালেও স্মিথ ছিলেন অবিচল। এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন। ১৪৮ বলে ৬৪ রান করে দ্বিতীয় দিন শেষ করা স্মিথ আজ আরো ১১৩ বল খেলে নিজের নামের পাশে ৩৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৯৭ রানের মাথায় স্টুয়ার্ড ব্রডের বলে মিড অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। যা তার টেস্ট ক্যারিয়ারের একবিংশ সেঞ্চুরি। ২৬৩ বল খেলে ৯টি চারের সাহায্যে এই রান করেন তিনি।
×