ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী কলেজে পথনাটক ‘চিকিৎসা সঙ্কট’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ নভেম্বর ২০১৭

রাজশাহী কলেজে পথনাটক ‘চিকিৎসা সঙ্কট’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কলেজে মঞ্চস্থ হলো পথনাটক ‘চিকিৎসা সঙ্কট’। বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে কলেজ সাংস্কৃতিক সংগঠন নাট্য সংসদ নাটকটি মঞ্চস্থ করে। পরশুরাম বসুর গল্পে ও প্রমথ চন্দ্র সরকারের নির্দেশনায় নাটকটিতে বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থার সঙ্কট, অসঙ্গতি, কুসংস্কার ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। নাটকটি শুরুর আগে নাট্য সংসদের প্রধান পৃষ্ঠপোষক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক আল-ফারুক চৌধুরী, নাট্য সংসদের উপদেষ্টা অধ্যাপক আশীষ কুমার সান্যালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। ‘উদয়ের পথে আমরাও’ স্লোগানে কর্মী সংগ্রহের উদ্দেশ্যে রাজশাহী কলেজ নাট্য সংসদ দ্বিতীয়বারের মত পথনাটকটি মঞ্চস্থ করে। এর আগে ‘কমলাকান্তের জবানবন্দী’ পথ নাটকের মাধ্যমেও কর্মী সংগ্রহ করে কলেজের এই সাংস্কৃতিক সংগঠনটি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ জাতীয় র‌্যাঙ্কিংয়ে পরপর দুইবার দেশ সেরা হওয়ার গৌরভ অর্জন করেছে। শুধু মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও সাংষ্কৃতিক অঙ্গনের খ্যাতি ধরে রাখার জন্য এ প্রয়াস।
×