ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক নাটক ‘বিদেশী পাড়া’

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ নভেম্বর ২০১৭

ধারাবাহিক নাটক ‘বিদেশী পাড়া’

স্টাফ রিপোর্টার ॥ অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপনের রচনায় হিমু আকরামের পরিচালনায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ’বিদেশী পাড়া’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি, ম ম মার্শেদ, দিহান, প্রিয়া আমান, নাদিয়া মিম, তাজিন আহমেদ, শাহনাজ খুশি, এ্যানি খান প্রমুখ। নাটকটি সপ্তাহে রবি থেকে শুক্রবার সপ্তাহে ৬ দিন রাত ৮ টায় একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে। ঢাকার অদূরে পুবাইলের বিভিন্ন লোকেশনে ’বিদেশী পাড়া’ নাটকটি চিত্রায়িত হয়েছে। নাটকের গল্পে দেখা যায় মজনু সুপার শপে কাজ করে তিনজন সেলসম্যান। মজনু মিয়া তার এই তিন রতœ নিয়ে বেকায়দায় পড়ে প্রতিদিন। কারণ একটাই চুরি ! একটা গ্রামজুড়ে মজনুর ব্যবসা। গ্রামের নাম সোনারপাড়া হলেও বিদেশী পাড়া নামেই চিনে সবাই। কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশে থাকে। লন্ডন, সৌদি, কাতার, আবুধাবী, ওমান-সব দেশেই এই গ্রামের পুরুষরা। তাদের বউরা ব্যাস্ত থাকে গ্রামের মধ্যে তৈরি হওয়া বিউটি পার্লার আর মজনু সুপার শপের কেনাকাটার প্রতিযোগিতা নিয়ে। ব্যস্ত থাকে মজনুকে নিয়েও। অন্য দিকে ব্যস্ত ফটোগ্রাফার লিয়াকত, সুদের ব্যবসায়ী গুলজার, ড্যান্স মাস্টার গাফ্ফার আর আদম ব্যাপারী বাদশা। বিদেশী পাড়ার বিদেশী বউ-ঝি আর কিছু অদ্ভুত মানুষের রোজকার ঝগড়া ঝাটি নিয়েই এই গল্প! এই ধারাবাহিকে মজনু চরিত্রে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, সব চরিত্রই মনের মতো হয় না। কিছু কিছু হয়। মজনু চরিত্রটি করে বহুদিন পর একটা ভাল কাজ করছি বলে আমার মনে হয়।
×