ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে সম্মতিপত্রের তথ্য প্রকাশ না করায় বিএনপি হতাশ ॥ ফখরুল

প্রকাশিত: ০৩:১৪, ২৪ নভেম্বর ২০১৭

মিয়ানমারের সঙ্গে সম্মতিপত্রের তথ্য প্রকাশ না করায় বিএনপি হতাশ ॥  ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ামারের সঙ্গে সই হওয়া সম্মতিপত্রের বিস্তারিত তথ্য সরকার প্রকাশ না করায় বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদেও সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের এব বছর পর বিএনপি টানা ৯২দিন হরতাল-অবরোধ দিয়ে দেশে সহিংস রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করলেও এখন তাদের বোধোদয় হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি হরতাল দেয়নি কেন এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন হরতাল জনসম্পৃক্ত কর্মসূচি নয়। বিএনপি মহাসচিব বলেন, মিয়ানমারে বর্বরতা বন্ধ না করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হলে তাতে তাদের নরকে ঠেলে দেওয়ার মত বিষয় হবে। আমরা খুব হতাশ হয়েছি মিয়ানমারের সঙ্গে করা চুক্তির মূল বিষয়গুলো জনসম্মুখে আনা হয়নি।এই চুক্তির ফলে রোহিঙ্গারা কতটুকু আস্থা ফিরে পাবেন যে তারা সেই জায়গায় আবার ফিরে যাবেন? সে জায়গায় তাদের নিরাপত্তা থাকবে কিনা, আবার তারা সেই গণহত্যার শিকার হবে কিনা- এ বিষয়গুলো এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। ফখরুল বলেন, এখনো মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন করছে। প্রতিদিনই মিয়ানমার থেকে বহু লোক বাংলাদেশে আসছে। আমরা আশা করব, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিতে রোহিঙ্গাদের সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। অন্যথায় এটা একেবারেই ব্যর্থ একটি চুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা অবশ্যই কর্মসূচি দেব। আমাদের একটা ধারণা আছে হরতাল দেওয়া মানে জনগণের সম্পৃক্ততা, এটা সব সময় সঠিক নয়। জনগণের সম্পৃক্ততা নিয়েই আমরা আমাদের পক্ষে যেটা সম্বব হবে সেই কর্মসূচি দেব। আমরা জনগণের সঙ্গে আছি। বিদ্যুতের দামবৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি শুধুমাত্র দুর্নীতিবাজদের ভর্তুকি দিতে জনগণের পকেট কাটার জন্য। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনকে দুঃসহ করবে। এই মূল্য বাড়ানোর কারণে সব কিছুর দাম বাড়বে। এ কারণে পরিবহন ব্যয়ও বাড়বে তাই এর একটা ভয়াবহ প্রভাব অর্থনীতিতে পড়বে। নিজেদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিএনপি মহাসচিব বলেন. দেশে সব গুমের সঙ্গে সরকার জড়িত। তিনি বলেন, গুম নিয়ে প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন, তাতে তারা এটা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে এবং তারা এই গুমের সঙ্গে জড়িত।
×