ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিশরে মসজিদে গুলি ও বোমা হামলায় নিহত দেড় শতাধিক

প্রকাশিত: ০৩:১২, ২৪ নভেম্বর ২০১৭

মিশরে মসজিদে গুলি ও বোমা হামলায় নিহত দেড় শতাধিক

অনলাইন ডেস্ক ॥ মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এ হামলায় আরও ১২০ জন আহত হওয়ার খবর দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবারের জামাতের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা মিশরের গণমাধ্যমকে একথা জানিয়েছেন। এদিকে হামলার পরই ৫৫ জন নিহতের খবর পাওয়া যায় পরে তা বেড়ে ৮৫ হয়। নিহতের সংখ্যা বেড়ে ১১৫ এবং সর্বশেষ নিহতের সংখ্যা ১৫৫ হলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে মৃতের সংথ্যা আরো বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। জঙ্গিরা চারটি পথযানে করে এসে মুসল্লিদের ওপর গুলি চালায়। মসজিদে নামাজ পড়তে যাওয়া নিরাপত্তা বাহিনীর সমর্থকরা হামলার লক্ষ্য ছিল বলে ধারণা প্রকাশ করা হয়েছে একটি খবরে। হামলা কে বা কারা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের অ্যাম্বুলেন্সযোগে নিকটস্থ হাসপাতালে নেওয়া পথে অ্যাম্বুলেন্সেও হামলার ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি নিরাপত্তা কর্মীদের কাছে হামলার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। গোলযোগপূর্ণ সিনাইয়ে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জিহাদি দলগুলোর উত্থানের পর থেকে শুক্রবারের জামাতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো লিখেছে, মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপরও গুলি চালানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে মিশরে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। ২০১৩ সালের জুলাইয়ে সেনাবাহিনী ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। তখন থেকে মিশরে একের পর এক জঙ্গি হামলায় শত শত পুলিশ, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আইএস-সংশ্লিষ্ট সিনাই প্রভিন্স জঙ্গি গোষ্ঠীর হামলায়।
×