ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে কারখানার স্ফুলিঙ্গের আগুনে বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ০৩:১০, ২৪ নভেম্বর ২০১৭

শ্রীপুরে কারখানার স্ফুলিঙ্গের আগুনে বাড়ি পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে এক কারখানার বয়লার থেকে ছিটকে পড়া আগুনের স্ফুলিঙ্গে পার্শ্ববর্তী এক বাড়িতে শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ জানান, গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা এলাকার এসকিউ গ্রুপের এফএস সোয়েটার কারখানার পার্শ্ববর্তী মাজাহারুল ইসলামের বাড়িতে শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানার বয়লার রুম হতে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পার্শ্ববর্তী ওই বাড়ির টিনের উপর জমে থাকা সুতার স্তুপে পড়লে সেগুলোতে আগুন লাগে। কারখানার পার্শ্ববর্তী বাড়ি হওয়ায় কারখানার ব্যবহার্য বিভিন্ন রকমের সূতার স্তুপ ওই বাড়ির টিনের চালে জমেছিল। আগুন মুহুর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে ওই বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ঘটনার সময় পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির মালিক আনন্দ ভ্রমণে কক্সবাজারে অবস্থান করছিলেন। এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা নূরুল হক মিষ্টার জানান, বসত বাড়িতে লাগা আগুনের সঙ্গে কারখানার বয়লার মেশিনের কোন সম্পর্ক নেই। বরং কারখানা থেকে পানি দিয়ে আগুন নেভাতে সহায়তা করা হয়েছে। তারপরও বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।
×