ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে রিসোর্ট গলফ ক্লাবে ভিসা থিং গলফ টুর্ণামেন্ট

প্রকাশিত: ০০:২৫, ২৪ নভেম্বর ২০১৭

নড়াইলে রিসোর্ট গলফ ক্লাবে ভিসা থিং গলফ টুর্ণামেন্ট

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের কালিয়া উপজেলার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে গলফ টুুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ রিসোর্টের গলফ মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মো: আব্দুর রশীদ, পিএসসি,জি (অব)। ভিসা থিংক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের ছয়টি ক্লাব এ টুর্ণামেন্টে অংশ নেয় । ক্লাবগুলো হচ্ছে, ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাব, যশোর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব , আর্মি গলফ ক্লাব , সাভার গলফ ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেড এবং অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব। প্রতিযোগিতায় ২০জন সৌখিন এবং ৮জন পেশাদার খেলোয়াড় অংশ নেন । প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, ভিসা থিং এর সিইও ফেরদৌস আল মোত্তাকীন, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বেলায়েত হোসেন । অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের পরিচালক খবির উদ্দীন আহম্মেদ স্বাগত বক্তব্য দেন। মন্ত্রী বলেন, গলফ খেলা একটি জনপ্রিয় খেলা। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গঠনে খেলাধূলার বিকল্প নেই। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে এ ধরনের খেলার আয়োজন করায় এলাকার তরুন-যুবারা সন্ত্রাস ও মাদক ছেড়ে খেলাধূলার প্রতি আকৃষ্ট হবে।
×