ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন মাদ্রাসা শিক্ষার্থীর নিবন্ধন না করায় শিক্ষা জীবন অনিশ্চিত

প্রকাশিত: ০০:০১, ২৪ নভেম্বর ২০১৭

তিন মাদ্রাসা শিক্ষার্থীর নিবন্ধন না করায় শিক্ষা জীবন অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার তালতলী ছালেহিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হারুন অর রশিদ ওই মাদ্রাসার নবম শ্রেনীর মেধাবী তিন শিক্ষার্থীর নিবন্ধন (রেজিষ্ট্রেশন) না করায় তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরেছে। এ নিয়ে অভিভাবক ও অধ্যক্ষের সাথে আজ শুক্রবার বাক-বিতন্ডের ঘটনা ঘটেছে । জানাগেছে, উপজেলার তালতলী ছালেহিয়া আলিয়া মাদ্রাসা থেকে মোঃ শিরাজ ফরাজী, মোঃ জসিম ও তামিম ২০১৬ সালে নবম শ্রেনীতে ভর্তি হয়ে বিজ্ঞান বিভাগে নিবন্ধন করে। ওই সময় নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসা অধ্যক্ষের কাছে জমা দেয়। গত দু’বছর ধরে যথারীতি তিন শিক্ষার্থী মাদ্রাসার পাঠদান করছে। এ বছর অক্টোবর মাসে বাছনিক পরীক্ষায় অংশ গ্রহন করে দাখিল পরীক্ষায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করে। দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হলে তিন শিক্ষার্থী ফরম পূরন করতে যায়। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় নবম শ্রেনীতে নিবন্ধন না হওয়ায় তাদের ফরম পূরণ করা যাবে না। তিন শিক্ষার্থীর অভিযোগ করেন, ২০১৬ সালে নবম শ্রেনীর নিবন্ধনের সময় মাদ্রাসায় সকল শর্ত পূরন করেছি। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হারুন অর রশিদ আমাদের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য নবম শ্রেণীতে নিবন্ধন করেনি। তারা আরো বলেন এ বছর পরীক্ষায় অংশগ্রহন করতে না পারলে আমরা শিক্ষা জীবন থেকে দু’বছর পিছিয়ে পরবো। অনিশ্চিত হয়ে পরবে আমাদের শিক্ষা জীবন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হারুন অর রশিদ বলেন নবম শ্রেনীতে নিবন্ধনের সময় আমি যথানিয়মে আবেদন করেছি। কিন্তু মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষের ভূলের কারনে তিন শিক্ষার্থীর নিবন্ধন হয়নি। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×