ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়া-ট্রাম্প সম্পর্ক তদন্তে নতুন মোড়

প্রকাশিত: ২৩:০৬, ২৪ নভেম্বর ২০১৭

রাশিয়া-ট্রাম্প সম্পর্ক তদন্তে নতুন মোড়

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্তে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে কোনো তথ্য বিনিময় করবেন না মাইকেল ফ্লিনের আইনজীবীরা। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দেওয়ার মাত্র ২৩ দিনের মাথায় পদত্যাগ করেন মাইকেল ফ্লিন। ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফ্লিন। এত দিন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে ফ্লিনের আইনজীবীরা তথ্য বিনিময় করছিলেন। তবে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত নিয়ে আলোচনা আর চালানো হবে না বলে জানিয়েছে ফ্লিনের আইনজীবী দল। নিউইয়র্ক টাইমস ও সিএনবিসি তাদের প্রতিবেদনে জানায়, এ পদক্ষেপ থেকে ধারণা করা যায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ফ্লিন সম্ভবত আইনজীবীদের সহযোগিতা করছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে রাশিয়ার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন বিচার বিভাগ নিয়োজিত বিশেষ পরামর্শক রবার্ট মুলার। রাশিয়া ও ট্রাম্পের পক্ষ থেকে কোনো রকম যোগসাজশের বিষয়টি অস্বীকার করা হয়েছে। মুলারের তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত ফ্লিনের আইনজীবীরা। ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে তাঁরা বিভিন্ন তথ্য বিনিময় করছেন। নিউইয়র্ক টাইমসকে একটি সূত্র বলেছে, আইনজীবীদের ওই সমঝোতা চুক্তি এখন শেষ হয়েছে। এতে বোঝা যায়, ফ্লিন আইনজীবীদের সহযোগিতা করছেন বা চুক্তি নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে তদন্ত চলাকালে আইনজীবীরা যাতে নিজেদের মধ্যে তথ্য বিনিময় না করেন, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার সঙ্গে ফ্লিন যোগাযোগ করেছিলেন—এমন অভিযোগে জাতীয় নিরাপত্তা পরামর্শকের দায়িত্ব নেওয়ার মাত্র ২৩ দিনের মাথায় সরে যান ফ্লিন। এরপর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠতে শুরু করে। বিষয়টি তদন্ত করতে গত মার্চে কংগ্রেসনাল কমিটি গঠন করা হয়। এফবিআই পরিচালক জেমস কোমি নিজস্ব তদন্ত করার ঘোষণা দেন। পরে ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন। তবে তদন্ত থেমে থাকেনি। ১৮ মে বিচার বিভাগ বিষয়টি খতিয়ে দেখতে মুলারকে বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। গত মাসে তদন্তের প্রথম অভিযোগ গঠন করা হয়।সূত্র: বিবিসি
×