ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আনন্দ দাসকে হত্যার চেষ্টার প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২১:৫৭, ২৪ নভেম্বর ২০১৭

সাংবাদিক আনন্দ দাসকে হত্যার চেষ্টার প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার এ্যাসাইনমেন্ট এডিটর আনন্দ দাসকে (৫৫) গলা কেটে হত্যা চেষ্টার প্রতিবাদে শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সাংবাদিক আনন্দ দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় দূর্বৃত্তরা যশোর সদর উপজেলার চাঁচড়া হরিণার বিলে গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক আনন্দ দাসের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেশবপুরের সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ত্রিমোহিনী মোড়ের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক মশিউর রহমান, আব্দুল হাই সিদ্দিকী, মাহাবুর রহমান টুলু, শামসুর রহমান, কবীর হোসেন, শাহীনুর রহমান, তন্ময় মিত্র বাপি, জাহিদ আবেদীন বাবু, আব্দুর রহমান, অধ্যক্ষ রুহুল আমীন, উৎপল দে, রাবেয়া ইকবাল, আব্দুর রাজ্জাক, এম.আর মঈন প্রমুখ। সমাবেশ থেকে কেশবপুরের সাংবাদিদের নিরাপত্তা নিশ্চিতসহ আনন্দ দাসের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আনন্দ দাস কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মৃত শিবপদ দাসের ছেলে। সাংবাদিকতার কারণে তিনি পরিবার পরিজন নিয়ে যশোরে বসবাস করেন।
×