ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদির দ্বিতীয় শীর্ষ ধনী গ্রেফতার

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ নভেম্বর ২০১৭

সৌদির দ্বিতীয় শীর্ষ ধনী গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের দ্বিতীয় শীর্ষ ধনী মোহাম্মদ হুসেন আল-আমৌদিকে গ্রেফতার করা হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশনের অভিযানে এবার তাকে আটক হয়। বৃহস্পতিবার এ বিষয়ে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। আল-আমৌদি ইথিওপিয়ারও নাগরিক। চলতি মাসের শুরুর দিকে তাকে গ্রেফতার করা হয় বলে খবরে জানা যায়। সৌদি আরবের শীর্ষ ধনী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের পরই সবচেয়ে বেশি সম্পদের মালিক মোহাম্মদ হুসেন আল-আমৌদি। ইথিওপিয়ায় কৃষি খাত ও হোটেল ব্যবসা থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রায় প্রতিটি খাতেই বিনিয়োগ রয়েছে ‘দ্য শেখ’ নামে পরিচিত আল-আমৌদির। আফ্রিকার দ্রুত উন্নয়নশীল এই দেশে তার বিনিয়োগ ঠিক কত, তা ধারণা করা কঠিন। বিশ্লেষকের মতে, ইথিওপিয়ায় আল-আমৌদি ৩৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৭ শতাংশ। ২০১৩ সালে পরিচালিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ইথিওপিয়ায় এই ধনকুবের সৌদি নাগরিকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে লক্ষাধিক মানুষ কাজ করেন। দেশটির বেসরকারি খাতে মোট কর্মজীবী মানুষের সংখ্যার তুলনায় এই সংখ্যা ১৪ শতাংশ। ইথিওপিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রচ্ছদে আল-আমৌদি গ্রেফতারের খবর প্রকাশ করা হয়েছে।
×