ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বডিবিল্ডার সোয়াদের প্রথম প্রতিযোগিতাই বিদেশে

প্রকাশিত: ০৬:৫৩, ২৪ নভেম্বর ২০১৭

বডিবিল্ডার সোয়াদের প্রথম প্রতিযোগিতাই বিদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৬ নবেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ‘নাব্বা ডব্লিউএফএফ এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ’। এতে অনুর্ধ-২৪ জুনিয়র বডিবিল্ডার ক্যাটাগরিতে অংশ নেবেন বাংলাদেশের ১৮ বছর বয়সী বডিবিল্ডার খন্দকার তাইহান তাবাছসির সোয়াদ। অ-১৮ ক্যাটাগরিতে অংশ নেয়ার কথা থাকলেও আয়োজকরা এই ক্যাটাগরি বাদ দিয়েছে। তাই বাধ্য হয়েই অ-২৪ ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন সোয়াদ। বাবা খন্দকার লুৎফর রহমানের উৎসাহেই বডিবিল্ডিং ক্যারিয়ার বেছে নিয়েছেন সোয়াদ। তার সৌভাগ্য শুরু থেকেই তিনি কোচ হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্বর্ণজয়ী বডিবিল্ডার সাবেক মিস্টার বাংলাদেশ হাসিব হলিকে। গত এক বছর ধরে নারায়ণগঞ্জের ছেলে সোয়াদ প্রশিক্ষণ নিচ্ছেন হলির কাছে। তবে আশ্চর্যের ব্যাপার বিদেশে তো বটেই, দেশেও কখনও কোন বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেননি সোয়াদ! এ জন্য অবশ্য স্নায়ুচাপেও ভুগছেন তিনি, নার্ভাস তো লাগছেই। তবে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছি। তাই চ্যালেঞ্জটা নিলাম। দেশের জন্য কিছু করতে চাই। বাংলাদেশের বডিবিল্ডারও যে জিততে পারে, সেটা করে দেখাতে চাই। বিদেশের মাটিতে দেশের সাফল্য রচনা করতে চাই।’ সোয়াদ আরও জানান, ‘এই আসরে আমার লক্ষ্য সেরা পাঁচের মধ্যে থাকা। এরচেয়ে ভাল ফল করতে পারলে সেটা আমার সৌভাগ্য।’ কোচ হাসিব হলি সম্পর্কে তিনি বলেন, ‘তার প্রেরণায় আমার বডিবিল্ডার হওয়া। শুরু থেকেই হাসিব ভাই আমাকে সবধরনের সহযোগিতা করে আসছেন। তিনি না থাকলে হয়তো এদিকে আমার দৃষ্টি দেয়া হতো না। তিনি আমার ট্রেইনার হলেও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। একেবারে হাতে ধরে ধরে আমাকে সব শিখিয়েছেন। এই যে সিঙ্গাপুরে যাচ্ছি খেলতে, এটাও হাসিব ভাইয়ার অবদান।’ নিজের খরচেই সিঙ্গাপুরে যাচ্ছেন সোয়াদ। আর যাচ্ছেন নাব্বা ডব্লিউএফএফ বাংলাদেশের তত্ত্বাবধানে। এখন দেখার বিষয়, জীবনের প্রথম প্রতিযোগিতামূলক আসরে অংশ নিয়ে কেমন ফল করেন সোয়াদ।
×