ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানিতে রাসায়নিক দূষণ

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ নভেম্বর ২০১৭

পানিতে রাসায়নিক দূষণ

এক বিশ্ব সমীক্ষায় ভবিষ্যতে নিরাপদ খাবার পানির দূষণের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে, কৃষি খাতে যেসব সার ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে পানিতে নাইট্রেটের দূষণ বিশ্বের বিভিন্ন প্রান্তে আগামী কয়েক দশকে মারাত্মক রূপ নিতে পারে। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে ও ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এ সমীক্ষাটি চালিয়েছেন। তারা বলছেন, ধারণা করা হচ্ছে প্রায় ১৮ কোটি টন নাইট্রেট মাটির নিচে বালিতে জমা হয়ে আছে। বিজ্ঞানীরা বলছেন, এসব নাইট্রেট চুঁইয়ে মাটির আরও গভীরে চলে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তারা বলছেন, এ রাসায়নিক পদার্থটি যখন খাবার পানির ভাণ্ডার একুইফারের সঙ্গে গিয়ে মিশে যাবে তখনই সেটা আর খাওয়ার জন্যে নিরাপদ থাকবে না। সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের যেসব এলাকায় বড় রকমের কৃষি উৎপাদন হয় সেখানে এই নাইট্রেটের দূষণ সবচেয়ে বেশি। আর এই দূষণের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীন। গবেষদের মতে কৃষি কাজে যে সার ব্যবহার করা হয় সেসব প্রথমে মাটিতে মিশে, পরে সেটা চলে যায় ভূগর্ভস্থ বালিতে যেখানে পানি জমে থাকে। গবেষকরা আশঙ্কা করছেন সময়ের সঙ্গে সঙ্গে এই নাইট্রেট আরও গভীরে এ্যাকুইফারে গিয়ে মিশে যাবে। এর ফলে এমন এক ধরনের বুদবুদের সৃষ্টি হবে যার কারণে নদী নালায় খালে বিলে মাছের মৃত্যু ঘটবে। আর এই দূষিত পানি শোধন করে নিরাপদ করে তুলতে খরচ হবে কোটি কোটি ডলার। সূত্র : ডয়েচ ভেলে
×