ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

আলোকচিত্র প্রদর্শনী ‘আমার জীবন, আমার অধিকার’

প্রকাশিত: ০৬:০৪, ২৪ নভেম্বর ২০১৭

আলোকচিত্র প্রদর্শনী ‘আমার জীবন, আমার অধিকার’

স্টাফ রিপোর্টার ॥ আলো-ছায়ার খেলায় উদ্ভাসিত জীবনের কথা। আর সেই জীবনে উচ্চারিত হয়েছে নারীর অধিকারের কথা। জীবনের সূত্র ধরে উঠে এসেছে নারীর ওপর সমাজ সৃষ্ট অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে অধিকারের কথা। উঠে এসেছে মানবিক সমাজ বিনির্মাণের আর্তি। ছবিগুলো ফেম্রবন্দী করেছে তরুণ আলোকচিত্রীরা। সেসব ছবি এখন ঝুলছে ধানমন্ডির দৃক গ্যালারির দেয়ালে। তুলে ধরা হয়েছে মানুষের মানবিক সব আখ্যান। সে আখ্যানের বয়ান দেয়া এ প্রদর্শনীর শিরোনাম ‘আমার জীবন, আমার অধিকার’। পাঁচ দিনের এ প্রদর্শনীর সূচনা হয় বৃহস্পতিবার। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এবং ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী এবং ‘নিজেরা করি’ সংগঠনের সমন্বয়ক ও এই আলোকচিত্র প্রদর্শনীর বিচারক প্যানেলের সদস্য খুশি কবির এবং বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস-এর ট্রাস্টি বোর্ডের সদস্য এ্যাডভোকেট জেড আই খান পান্না। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, আবীর আবদুল্লাহ এবং তাসলিমা আক্তার। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করেন ব্যারিস্টার ফারিয়া আহমেদ। সঞ্চালনা করেন আলোকচিত্রী এবং এই আয়োজনে সার্বিক সহায়তায় দায়িত্ব পালনকারী মুনিরা মোরশেদ মুননী। গত ২০ অক্টোবর থেকে ১৫ নবেম্বর অনলাইনে প্রতিযোগিতার মাধ্যমে এই প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৪-৩০ বছর বয়সী প্রায় ১৫০ আলোকচিত্রীর পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়ে এ প্রদর্শনী। তাতে ২৩ জন আলোকচিত্রীর ২৪টি একক ছবি এবং ১টি গল্পছবি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। নারীর জীবনের নানা পর্যায়ের ছবি উঠে এসেছে প্রদর্শনীতে। এই নারী কখনও সর্বংসহা, কখনও অত্যাচারের শিকার, কখনও সাহসী। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য নারী-পুরুষের ভেদাভেদ না করে প্রতিটি ব্যক্তিকে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা সম্পর্কে সচেতন করা। এটিকে একটি সামাজিক সচেতনতার বিষয় হিসেবে তুলে ধরা। প্রদর্শনীতে উঠে এসেছে মানুষ হিসেবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সিদ্ধান্ত ও পছন্দের মূল্যায়ন। তরুণদের মাঝে সিদ্ধান্ত নেয়ার সুযোগ এবং স্বাধীনতা যেমন বাড়ছে, তেমনি বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, অনলাইনে সাইবার অপরাধমূলক কর্মকা-, যৌন হয়রানি, বাক স্বাধীনতায় বিধি নিষেধ তাদের জীবনের বাধা হয়েও দাঁড়াচ্ছে ক্রমশ। আয়োজকরা জানান, এই আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর মূল উপাত্ত, মানুষ হিসেবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সিদ্ধান্ত ও পছন্দের মূল্যায়ন। তরুণদের মাঝে সিদ্ধান্ত নেয়ার সুযোগ এবং স্বাধীনতা যেমন বাড়ছে, তেমনি বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, অনলাইনে সাইবার অপরাধমূলক কর্মকা-, যৌন হয়রানি, বাক স্বাধীনতায় বিধিনিষেধ তাদের জীবনের বাধা হয়েও দাঁড়াচ্ছে ক্রমশ। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য প্রতিটি ব্যক্তিকে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা সম্পর্কে সচেতন করা। এবং এটিকে একটি সামাজিক সচেতনতার বিষয় হিসেবে তুলে ধরা। ‘আমার জীবন, আমার অধিকার’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী কিউরেট করার দায়িত্বে ছিলেন আলোকচিত্রী এবং কিউরেটর আবীর আবদুল্লাহ। এই আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন ঢাকার মৌ আক্তার সুরভি, প্রথম রানার-আপ ঠাকুরগাঁওয়ের আলোকচিত্রী জ্যেতির্ময় দেব, দ্বিতীয় রানার-আপ সিলেটের আলোকচিত্রী আইমান নাকিব। বিজয়ীরা পুরস্কার হিসাবে পান যথাক্রমে ২৫০০০ টাকা, ১৫০০০ টাকা এবং ১০০০০ টাকা। এ ছাড়াও তাদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট এবং সনদপত্র। প্রদর্শনী চলবে আগামী ২৭ নবেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। রাজশাহী পথনাটক ‘চিকিৎসা সংকট’ ॥ রাজশাহী কলেজে মঞ্চস্থ হলো পথনাটক ‘চিকিৎসা সংকট’। বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে কলেজ সাংস্কৃতিক সংগঠন ‘নাট্য সংসদ’ নাটকটি মঞ্চস্থ করে। পরশুরাম বসুর গল্পে ও প্রমথ চন্দ্র সরকারের নির্দেশনায় নাটকটিতে বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থার সঙ্কট, অসঙ্গতি, কুসংস্কার ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। নাটকটি শুরুর আগে নাট্য সংসদের প্রধান পৃষ্ঠপোষক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, নাট্য সংসদের উপদেষ্টা প্রফেসর আশীষ কুমার সান্যালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
×