ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ দিনে জুট স্পিনার্সের দর বেড়েছে ৪৪ শতাংশ

প্রকাশিত: ০৪:২৪, ২৪ নভেম্বর ২০১৭

৮ দিনে জুট স্পিনার্সের দর বেড়েছে ৪৪ শতাংশ

কোন কারণ ছাড়াই সাম্প্রতিক শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিস দেয় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, গত ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭৮.৯০ টাকা থেকে বেড়ে ১১৩.৫০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটর শেয়ার দর ৩৪.৬০ টাকা বা ৪৪ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার আরও ১০ লাখ শেয়ার হস্তান্তর করবেন আরএসআরএম উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাকসুদুর রহমান আরও ১০ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার মেয়ে মদিনাতুন নাহারের কাছে এই ১০ লাখ শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রংপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাকসুদুর রহমানের কাছে কোম্পানির মোট ১ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৫০৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে মদিনাতুন নাহারের কাছে ১০ লাখ শেয়ার হস্তান্তর করবেন তিনি। এর আগেও তিনি তার মেয়েকে ১০ লাখ শেয়ার উপহার হিসেবে দিয়েছিলেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর করতে পারবেন মাকসুদুর রহমান। -অর্থনৈতিক রিপোর্টার
×