ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বত্র বাংলা ভাষার প্রচলনে সরকার ভাষা নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে ॥ সংস্কৃতি মন্ত্রী

প্রকাশিত: ০২:১০, ২৩ নভেম্বর ২০১৭

সর্বত্র বাংলা ভাষার প্রচলনে সরকার ভাষা নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে ॥ সংস্কৃতি মন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সর্বত্র বাংলা ভাষার প্রচলনে সরকার ভাষা নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদরীয় সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে মূল প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার মাতৃভাষার প্রসার ও উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে। বাংলা একাডেমি একটি ভাষা নীতি প্রণয়নের কাজে সহযোগিতা করার জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রথম খন্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খন্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাবহারিক ব্যাকরণ (পুর্ণমুদ্রণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম (পুর্নমুদ্রণ), আধুনিক বাংলা অভিধান ইত্যাদি গ্রন্থগুলো প্রকাশ করেছে। সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, বাঙালী সংস্কৃতি হচ্ছে সমন্বয়ধর্মী সংস্কৃতি। বহু ধর্ম, ভাষা, উপভাষা ও বহু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতির সমন্বিত রূপ বাঙালী সংস্কৃতি। এই সংস্কৃতি সমন্বয়বাদী, সহনশীল ও অনুগ্র। বাঙালী সংস্কৃতির চর্চা প্রত্যাশিত মাত্রায় বেগবান করে তোলা গেলে এবং তা নতুন প্রজন্মের ভালোবাসার মধ্যে জড়িয়ে দিতে পারলে যারা বিভ্রান্ত হয়ে জঙ্গীপনা, সামাজিক অপরাধ, অপসংস্কৃতি এবং দেশীয় সংস্কৃতির জন্য ক্ষতিকর এমন বিদেশী সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের জড়াবে না। তিনি বলেন, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আবহমান বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো এবং নতুন প্রজন্মকে সেই সাংস্কৃতিক প্রবাহে গভীরভাবে আগ্রহী ও অনুরক্ত করে তোলার লক্ষ্যে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের আবহমান সংস্কৃতি এবং সকল ধর্মের সহঅবস্থানের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সদস্য গোলাম দস্তগীর গাজী ও মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, দেশের প্রতিটি উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে উপজেলা সাস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চসহ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।
×