ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএনপি জালাও পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০০:৫৯, ২৩ নভেম্বর ২০১৭

বিএনপি জালাও পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জালাও পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। আমার মনে হয়, তাদের সেই বিবিষকাময় কর্মকান্ডে আবার প্রত্যাবর্তন করে আরো জনবিচ্ছিন্ন হবে এই ঝুকি নেবে কিনা এটা বিএনপি সিদ্ধান্ত নেবে। মন্ত্রী আরো বলেন, বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া কিছু না। সাড়ে ৮ বছরে তা প্রমাণিত হয়ে গেছে। তারা পেট্রোল বোমায় ব্যর্থ হয়েছে। এখন নাকি তারা লোহার হাতুড়ি দিয়ে তারা আন্দোলন করবে। অস্ত্রের ভাষায় যারা কথা বলে তাদের পরিণতি অত্যন্ত করুণ ও ভয়াবহ। যারা অস্ত্রেও ভাষা কথা বলে তারা ক্ষমতায় গেলে দেশের কী অবস্থা হবে সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেনী মিনাবাড়ি এলাকায় একেএম শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি এখন অস্ত্রের ভাষায় কথা বলছে, পেট্রোল বোমা মেরে শত শত মানুষ হত্যা করেছে এটা কী মানুষ ভুলে গেছে? বিএনপি যতই আন্দোলনের হাক-ডাক দিক ওই পেট্রোল বোমার মতোই ব্যর্থ হবে। তারা অন্ধকারে ঢিল ছুড়ছে, তাদের আন্দোলনের সক্ষমতা নেই, সাহসও নেই। তাই তারা নতুন করে অস্ত্রেও ভাষায় কথা বলছে। মন্ত্রী ওবায়দুল কাদের স্কুলের ছাত্রছাত্রীদের উদ্য্যেশে বলেন, আমরা পরীক্ষার্থী চাই না। আমরা শিক্ষার্থী চাই। যে শিক্ষায় প্রশ্নপত্র ফাসঁ হবে, চাতক অপেক্ষায় তাকিয়ে থাকে প্রশ্ন ফাসঁ হবে, তার পর পরীক্ষা দেবে, এই শিক্ষা কোন কাজে আসবে না। প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, তারা দেশের শক্রু, জাতির শত্রু, জনগণের শ্রত্রু। এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। তারা দেশের অগণিত কিশোর কিশোরির, তরুণের ভবিষৎকে নষ্ট করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তারা যতবড় প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের জাপা(এ) দলীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ মঈনুল হক ও জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবু হাসনার শহীদ মোঃ বাদল প্রমূখ। পরে মন্ত্রী একই উপজেলার ধামগড় দশদোনা এলাকার শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও মদনপুর বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত স্কুলের শুভ উদ্বোধন করেন।
×