ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন মাঝিসহ একটি ট্রলার অপহরণ

প্রকাশিত: ২৩:৪৪, ২৩ নভেম্বর ২০১৭

তিন মাঝিসহ একটি ট্রলার অপহরণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে তিন মাঝিসহ একটি ট্রলার অপহরণ করে নিয়ে গেছে। আজ বৃহস্পতিবার প্রত্যুষে কুয়াকাটা থেকে ৭০/৮০কিমি গভীর সাগরে ডাকাতি হয়েছে। প্রায় তিন ঘন্টাব্যাপী নারকীয় তান্ডব চালায় ডাকাতরা। জেলেদের মারধর করে জাল, মাছসহ ট্রলারের সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় কক্সবাজার এলাকার কাইয়ুম সওদাগরের এফবি ফরকত নামের একটি ট্রলার ডাকাতরা নিয়ে গেছে। অপহৃত জেলেরা হলেন-এফবি কর্ণফুলির জয়নাল মাঝি, এফবি আল-মামুনের জলিল মাঝি এবং এফবি আল-মাইনের আনোয়ার মাঝি। আলীপুর-কুয়াকাটা ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা, কোস্টগার্ড নিজামপুর, জেলে সমিতি এবং ফেরত আসা ট্রলারের জেলেরা ডাকাতির খবরটি নিশ্চিত করেছেন । জানা গেছে, এফবি কর্নফুলি, এফবি আল-মামুন, এফবি আল-মাইন, এফবি সাদিয়া, এফবি ফরকত ট্রলারে ডাকাতরা অপর একটি ট্রলার নিয়ে ১৫-২০ জনে হানা দেয়। ডাকাতির শিকার হওয়া এফবি সাদিয়ার তোফাজ্জেল মাঝি জানান, এফবি মামুন নামের ট্রলারে আগ্নেয় ও দেশীয় ধারালো অস্ত্রো নিয়ে জলদস্যুরা অর্তকিতে তাদের উপড় হামলা চালায়। এরা বৃহস্পতিবার দুপুরে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফেরত আসে। ক্ষতিগ্রস্ত জেলেরা জানান, ডাকাতরা সবাই চট্রগ্রামের অঞ্চলিক ভাষায় কথা বলেছে।
×