ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণের ৩ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

প্রকাশিত: ২০:৪০, ২৩ নভেম্বর ২০১৭

অপহরণের ৩ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রী এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান সাদিয়াকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুুলিশ। বুধবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি একটি বাস থেকে সাদিয়াকে উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার সন্ধায় গোড়াইল গ্রামের শহিদ সিদ্দিকীর মেয়ে দশম শ্রেণির ছাত্রী এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান সাদিয়াকে পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার পথে একই উপজেলার দেওভুক গ্রামের আক্তার হোসেনের ছেলে কাওছার আহমেদ জিএম ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সাদিয়ার বাবা শহীদ সিদ্দিকী ২০ নবেম্বর মির্জাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুরনি বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে সাদিয়াকে উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, বুধবার রাত ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার পথে কুরনি এলাকায় যাত্রীবাহি একটি বাসে তল্লাসি চালিয়ে সাদিয়াকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জবানবন্দি রেকর্ডের জন্য সাদিয়াকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
×