ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছেন আল আজহারের ইমাম

প্রকাশিত: ১৯:১৩, ২৩ নভেম্বর ২০১৭

বাংলাদেশে আসছেন আল আজহারের ইমাম

অনলাইন রিপোর্টার ॥ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের দেখতে রোববার দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব। সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। মিসরের কায়রো নগরীতে অবস্থিত আল আজহার মসজিদ অন্যতম প্রাচীন মসজিদ। আল আজহার মসজিদ ঘিরে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সফরকালে কক্সবাজার জেলার উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করবেন আহমেদ আল তাইয়েব। আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমামের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর নিষ্ঠুর নিপীড়নের কারণে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ছিলেন। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখের বেশি।
×