ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্র করেও শেষ ষোলোয় বার্সা

প্রকাশিত: ১৭:৫৬, ২৩ নভেম্বর ২০১৭

ড্র করেও শেষ ষোলোয় বার্সা

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হয় বার্সেলোনা। গতকাল বুধবার দিবাগত রাতে এই ম্যাচে কাতালানরা জিততে পারেনি ঠিক, তবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা। গতকাল রাতে বার্সা ও জুভেন্টাসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে একাদশে না রেখে শুরুতে মাঠে নামে বার্সা। আর্জেন্টাইন তারকার কোনো চোট না থাকলেও তাঁকে শুরুতেই কেন বিশ্রামে রাখা হয়েছে, সেটা জানা যায়নি। পরে অবশ্য তাঁকে মাঠে নামানো হয়েছে, কিন্তু একটি গোলও আদায় করতে পারেনি। এই ম্যাচে ড্র এবং প্রথম লেগে জয়ের সুবাদে বার্সেলোনা 'ডি' গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে উঠে যায়। তাদের সংগ্রহ পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট। জুভেন্টাস ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এদিনের অবশ্য ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। পুরো প্রথমার্ধেই এভাবে ম্যাড়ম্যাড়ে শেষ হয়। শুরুতে একাদশে না থাকলেও মেসি মাঠে নামেন বিরতির পর ৫৬ মিনিটে। তিনিও পারেননি দলকে কোনো সাফল্য এনে দিতে। ম্যাচে ৬৪ মিনিটে মেসির দারুণ একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তা না হলে গোল হতেও পারতো। ৬৮ মিনিটে একটি বল নিয়ে প্রতিপক্ষে সীমানায় ঢুকে পড়ে লুইস সুয়ারেসকে বল বাড়িয়ে দেন মেসি, কিন্তু উরুগুয়ের এই স্ট্রাইকার বলটি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই প্রতিপক্ষের এক ডিফেন্ডার বিপদমুক্ত করেন। এমনি করেই ম্যাচের পুরো সময় শেষ হয়। জয়ের উল্লাসে মেতে উঠতে না পারলেও ইতালি থেকে একেবারেই হতাশ হয়ে ফিরেনি কাতালানরা। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ঠিক, নিশ্চিত করেছে পরের পর্বে খেলা।
×