ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিপুরায় পুলিশের গুলিতে সাংবাদিক নিহত

প্রকাশিত: ০৫:৫০, ২৩ নভেম্বর ২০১৭

ত্রিপুরায় পুলিশের গুলিতে সাংবাদিক নিহত

ভারতের ত্রিপুরা রাজ্যে পুলিশের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আগরতলার উপকণ্ঠে ত্রিপুরা স্টেটের (টিএসআর) দ্বিতীয় বাহিনীর সদর দফতর আর কে নগরে এ ঘটনা ঘটে। সিনহুয়া। নিহত সুদীপ দত্ত ভৌমিক (৪৮) স্যান্দন পত্রিকা নামে স্থানীয় একটি বাংলা দৈনিকের সাংবাদিক ছিলেন। অভিজিৎ সপ্তর্ষী নামে পশ্চিম ত্রিপুরার এক উর্ধতন পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার আগরতলা থেকে ২০ কিলোমিটার দূরে ত্রিপুরা সরকারের ওই এলিট বাহিনীর সদর দফতরে দরপত্র সংক্রান্ত গোলমালের খবর সংগ্রহ করতে যান সুদীপ। সেখানে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। অপর একটি সূত্র জানিয়েছে, বাহিনীর কমান্ড্যান্ট তপন দেববর্মার সঙ্গে সুদীপের বাগ্বিতণ্ডা হয়। একসময় মারামারির উপক্রম হলে পুলিশের কর্মকর্তার দেহরক্ষী এক কনস্টেবল তাকে গুলি করে হত্যা করেন। রক্তাক্ত অবস্থায় সাংবাদিক সুদীপকে আর কে নগর থেকে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট স্থগিত এয়ার চায়না উত্তর কোরিয়ায় ফ্লাইট স্থগিত করেছে। সরকার বলেছে, এটি ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত। এতে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। চীনের এ পদক্ষেপে বহির্বিশ্বের সঙ্গে নিভৃতকামী দেশটির সংযোগ আরও সীমিত হয়ে পড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেজিং সফরে গিয়ে উত্তর কোরিয়ায় পরমাণু কর্মসূচীর লাগাম টেনে ধরতে আরও কিছু করার জন্য তার প্রতিপক্ষ শি জিনপিংয়ের ওপর চাপ সৃষ্টি করেন এবং এর পরই ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয় চীন। চীন গত সপ্তাহে বিশেষ দূত সং তাওকে উত্তর কোরিয়ায় পাঠায়। -এএফপি
×