ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরু হচ্ছে ‘বাংলার কণ্ঠ’ মিউজিক্যাল রিয়েলিটি শো:

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ নভেম্বর ২০১৭

শুরু হচ্ছে ‘বাংলার কণ্ঠ’ মিউজিক্যাল রিয়েলিটি শো:

স্টাফ রিপোর্টার ॥ এইচ ডি চ্যানেল বাংলা টিভিতে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলার কণ্ঠ’ শিরোনামের নতুন মিউজিক্যাল রিয়েলিটি শো। যার মূল লক্ষ হচ্ছে তৃনমূল থেকে তুলে আনা বাংলা গানের সঙ্গীত প্রতিভা। ধ্রুব মাল্টিমিডিয়া আয়োজিত এ রিয়েলিটি শো প্রাথমিক পর্যায়ে শুরু হচ্ছে নিজস্ব অর্থায়নে। এ উপলক্ষে প্রেসক্লাবে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এ রিয়েলিটি শোয়ের বিচারক সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, প্রজেক্ট চেয়ারম্যান ফয়েজ উল্লাহ ইকবাল, প্রজেক্ট কো অর্ডিনেটর বশিরুল আলম নান্নু, উপদেষ্টা ইমরান হোসেন পাটোয়ারি, পরিচালক মাহবুব আহসান টনি, বাংলা টিভির সিইও সোহেল এইচ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলার কণ্ঠ’ অডিশনে যারা অংশ নিবেন তাদের বয়স ১৪ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। রেডিও ও টেলিভিশনের শিল্পীরা অংশ নিতে পারবে না। এ বছরের ৫ ডিসেম্বর থেকে রেজিষ্ট্রেশন শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। বাছাইয়ের ক্ষেত্রে প্রাথমিকভাবে ১০ টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী ও ঢাকা। প্রতিটি জোন থেকে প্রাথমিক পর্যায়ে ৩৭ জন করে প্রতিযোগী নির্বাচন করা হবে। বাছাইকৃত তিনশ জনকে নিয়ে শুরু হবে গালা রাউন্ড, এর থেকে এসএমএস রাউন্ডের জন্য বেছে নেওয়া হবে ৫০ জনকে। বাছাইকৃত প্রতিযোগিদের আনা হবে ফাইনাল রাউন্ডে। দর্শকের ভোট ও বিচারকদের রায়ে নির্বাচন হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারীদের। তাদের নাম ঘোষনা হবে গ্রান্ড ফাইনানে। তাদের প্রতিভার স্বাক্ষর হিসেবে প্রদান করা হবে নগদ অর্থ ও তাদেরই গাওয়া মৌলিক গানের একক ও যৌথ এ্যালবাম। এ রিয়েলিটি শো বাংলা টিভিতে প্রচার শুরু হবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে। প্রতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত।
×