ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় হোটেলে অভিযানে তরুনীসহ ৯জনকে কারাদন্ড

প্রকাশিত: ০৪:১৩, ২২ নভেম্বর ২০১৭

মাগুরায় হোটেলে  অভিযানে তরুনীসহ ৯জনকে কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের ঢাকারোড কাঁচাবাজারের সমানে অবস্থিত আবাসিক হোটেল ইগলে পুলিশ অসামাজিক কার্যকালাপের অভিযোগে অভিযান চালিয়ে ২তরুনীসহ ৯ জনকে আটকরে। পরে ভ্রাম্যমান আদালত তাদের কারাদন্ড ও জরিমানা করেছে। পুলিশ সুত্রে জানাগেছে , শহরে ঢাকারোড কাঁচাবাজারের সমানে অবস্থিত আবাসিক হোটেল ইগলে দীর্ঢ়দিন ধরে অসামাজিক কার্যকালাপ চলছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ২ তরুনীসহ ৯জনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: জাকারিয়া সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ৬জন যুবক কে ২দিনের কারাদন্ড . হোটেল ম্যানেজারকে ৩ মাসের কারদন্ড প্রদান করা হয় এবং ২ তরুনীকে জরিমানা ও মুচলিকা গ্রহন করা হয়। উক্ত হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল বলে অভিযোগ ছিল। তারই প্রেক্ষিতে ডিবি পুলিশ ও ভাম্যমান আদালত এই অভিযান চালায়। অভিযানের খবরে বহু মানুষ হোটেলের সামনে ভীড় করেন।
×