ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নরসিংদীতে শিশু হত্যার ঘটনায় পিতা গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৩, ২২ নভেম্বর ২০১৭

নরসিংদীতে  শিশু হত্যার ঘটনায় পিতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীর চাঞ্চল্যকর শিশু পুত্র মাহিন হত্যার মূল ঘাতক পাষন্ড পিতা আপন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রায়পুরা উপজেলা সদরের কান্দাপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। স্থানীয় লাকী পার্কের নৈশ প্রহরী নরঘাতক আপন মিয়া তার ফুটফুটে শিশু পুত্র মাহিনকে (৮মাস)ব্রেড দিয়ে গলা কেটে হত্যা করার কথা পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এমনটি জানিয়েছেন থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন। পুলিশ তাকে জিজ্ঞাসা বাদ কালে সে জানায় কিছুদিন যাবদ সে ঠিকমত ভাত খেতে পারতো না। মানষিক দুশ্চিন্তায় ভুগতো। মামলার তদন্ত কর্মকর্তা রায়পুরা থানার উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন জানান , ২০১৬ সালে মারুফাকে বিয়ে করার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল । ঘটনার দিন এদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের হিসেবে শিশু পুত্রকে গলা কেটে হত্যা করে ঘাতক পিতা আপন মিয়া পালিয়ে যায়। এলাকাবাসি সুত্রে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় শিশুটির মা মারুফা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় আপন ও তার ভাই স্বপন সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য গত মঙ্গলবার সকাল ৮টায় শিশু মাহিনকে গলা কেটে হত্যা করার পর আপন মিয়া পালিয়ে যায়।নরসিংদী সদর উপজেলার চর এলাকা আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামের বাবুল মিয়ার পুত্র আপন,স্বপন পরিবার পরিজন নিয়ে রায়পুরা উপজেলার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়া থাকতো এবং আপন লাকী পার্কে নৈশ প্রহরী চাকরী করতো ,অপর ভাই স্বপন বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো।
×