ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

প্রকাশিত: ০০:০০, ২২ নভেম্বর ২০১৭

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লু ইকোনমিতে অপার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। সকালে হোটেল সোনারগাঁওয়ে ব্লু ইকোনমি নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সংলাপের উদ্বোধনী শেষে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রনালয় যৌথভাবে এর আয়োজন করে। তবে সরকার সমুদ্র অর্থনীতির সুবিধা নিতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, এরই মধ্যে সরকার সোয়াচ অব নো গ্রাউন্ডকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি, ব্লু ইকোনমির জন্য দক্ষ জনগোষ্ঠিও গড়ে তোলা হচ্ছে। দু'দিনব্যাপি এই বৈঠকে অংশ নিয়েছেন দেশী বিদেশি সমুদ্র বিশেষজ্ঞরা। ব্লু ইকোনমি কার্যকর করতে, প্রতিদিন একাধিক সংশ্লিষ্ট পক্ষের সাথে বৈঠক করবে পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রনালয়ের কর্মকর্তারা।
×