ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ

প্রকাশিত: ২১:২৭, ২২ নভেম্বর ২০১৭

জামালপুরে বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা জাফরশাহী গ্রামে খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের সবাইকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নেশাদ্রব্য মেশানো রাতের খাবার খাওয়ার পর গুরুতর অসুস্থ শিশুসহ চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বুধবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে তাদের চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থরা হলেন ওই গ্রামের কৃষক গৃহকর্তা আক্রাম হোসেন (৫৫), তার মেয়ে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী মরিয়ম আক্তার সীমা (২০), তার ছেলের স্ত্রী সুমী আক্তার (৩২) ও সুমী আক্তারের চার বছরের শিশু সন্তান সাইফ। তাদের প্রত্যেকের মাথা ব্যথা, প্রচন্ড ঘুম ঘুম ভাব, শরীর অবশ হয়ে যাওয়া এবং বেশ কয়েকবার করে বমি হয়েছে। গুরুতর অসুস্থ মরিয়ম আক্তার সীমা জানায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তার মা নূরুন্নাহার বেগম ছাড়া বাকি চারজন ভাত, ডিম ভর্তা ও লাউ দিয়ে মাছের তরকারি খান। খাওয়ার ১০ মিনিটের মধ্যে তার বাবা আক্রাম হোসেন বমি করে অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে পরিবারের বাকিদেরও একই অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পরে তাদেরকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আক্রাম হোসেন ও তার শিশু নাতি সাইফের অবস্থা আশঙ্কাজনক। গুরুতরর অসুস্থ মরিয়ম আক্তার সীমার চাচাতো ভাই মো. শফিক অভিযোগ করে বলেন, বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে কেউ হয়তো শত্রুতাবশত: খাবারে বিষ বা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাদের সবাইকে হত্যার চেষ্টা চালিয়েছে। অসুস্থ সুমী আক্তারের স্বামী আবু বক্কর সিদ্দিক রিপন গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে ঢাকায় চাকরি করেন। তাকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি বাড়িতে আসলে আইনের আশ্রয় নিবেন। গুরুতর অসুস্থ এই চার রোগী প্রসঙ্গে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল্লামা ইকবাল বলেন, চারজনের মধ্যে আক্রাম হোসেন ও তার শিশু নাতি সাইফের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, প্রাথমিক পরীক্ষা ও পর্যবেক্ষণ করে খাবারের সাথে বিষ নয়, নেশাজাতীয় দ্রব্য মেশানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া হলে বা খাদ্যে বিষ মেশালে একজন রোগীর যে লক্ষণ হয়, তাদের মধ্যে সেরকম লক্ষণ পাওয়া যায়নি।
×