ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের উদ্দেশ্যে পোপের ভিডিওবার্তা

প্রকাশিত: ২০:০২, ২২ নভেম্বর ২০১৭

অনলাইন ডেস্ক ॥ ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশের উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়েছেন। এতে তিনি বলেন, বন্ধুগণ, কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছি। তাই আমি এদেশের মানুষের কাছে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠাতে চাই। আমি অপেক্ষায় আছি সেই সময়ের, যখন আমরা মিলিত হব। ভিডিওবার্তা পোপ আরও বলেন, আমি জানি আমার সফরের প্রস্তুতি নিতে বাংলাদেশের অনেক মানুষ কঠোর পরিশ্রম করছে। তাদের ধন্যবাদ জানাই। আপনারা প্রার্থনা করবেন যাতে আপনাদের সঙ্গে আমার দিনগুলি হয়ে উঠে সবার আশা ও সহযোগিতার উৎস। আপনাদের এবং আপনাদের পরিবারের শান্তি ও আনন্দের জন্য ঈশ্বর আশীর্বাদ কামনা করছি। শীঘ্রই দেখা হবে।
×